|

বাগমারায় ভুটভুটি উল্টে স্কুল ছাত্র নিহত,আহত ১৮

প্রকাশিতঃ ১০:০৭ পূর্বাহ্ন | সেপ্টেম্বর ০৯, ২০১৯

রাজশাহী থেকে নাজিম হাসান : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছী মহল্লায় ধান বোঝাই দাড়িয়ে থাকা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে যাত্রীবাহী একটি ভুটভুটি উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে আসাদুল ইসলাম (১৩) নামের এক স্কুল ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়। গাড়িতে থাকা একই এলাকার অন্তত ১৮ জন আহত হয়েছে বলে জানা যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে মোয়াজ্জেম হোসেন, উজ্জল হোসেন ও এনামুল হক, সুমন, এমরান ও ফিরোজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দূর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। নিহত স্কুল ছাত্র উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকরা সরদারপাড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে। সে ঝিকরা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। জানা যায়, গতকাল রোববার বিকেলে জাতীর জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব ১৭) ইউনিয়ন পর্যায়ের খেলা বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঝিকরা বনাম যোগীপাড়া ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হবার কথা ছিল। ফুটবল খেলা দেখার জন্য দুপুরে ঝিকরা বাজার থেকে ২৫/৩০ জন যাত্রী নিয়ে একটি ষ্টিয়ারিং ওয়ালা ভুটভুটি বাগমারার উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর পৌনে দুইটার দিকে ফুটবল খেলা যাত্রী বোঝাই ষ্টিয়ারিং গাড়ীটি ভবানীগঞ্জ পৌরসভার দানগাছী মহল্লায় ধান বোঝাই দাড়িয়ে থাকা একটি ট্রাককে সাইড দিয়ে গিয়ে রাস্তার নীচে উল্টে যায় এবং ১৮ জন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়ীত্বরত চিকিৎসক ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী আসাদুল ইসলামকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

দেখা হয়েছে: 316
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪