|

বাগমারায় যুবলীগ নেতা হত্যা চেষ্টা মামলার আসামীরা ধরাছোয়ার বাহিরে

প্রকাশিতঃ ৮:৩৬ অপরাহ্ন | সেপ্টেম্বর ২০, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি বাড়ীগ্রামের মৃত ছাবের আলীর ছেলে আফাজ উদ্দীন (৩৮) এর উপর গত ০৭/০৪/২০ ইং তারিখ সকালে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা হামলা করে দুর্বৃত্তরা। মামলার এজাহার সুত্রে জানা যায় একই গ্রামের প্রভাবশালী মৃত নূরবক্স সরদারের ছেলে দেলোয়ার হোসেন(৫০),মৃত ছাবেরের ছেলে আজিজুর রহমান(৩২),কেফাতুল্লাহের ছেলে বাবুল হোসেন(৪০),আজিজুরের স্ত্রী শারমিন (২৭) পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা করেন, যার মামলা নং২৩৫/২০ জিআর (বাগমারা)।এসময় আফাজ উদ্দীনের স্ত্রী সুরমা খাতুন স্বামী আফাজ কে তাদের হাত থেকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে দেলোয়ার হোসেন তাকে হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং এক পর্যায়ে মাথায় কোপ মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন দেলোয়ার ও তার সহোযোগীরা আফাজ কে লাঠিশোটা দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়।এসময় প্রতিবেশী একই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আঃ রাজ্জাক,খোরশেদের স্ত্রী রিনা বেগম,মৃত মফিজের ছেলে কোপিল উদ্দিন এসে আফাজ উদ্দিন ও তার স্ত্রী সুরমা খাতুনকে ধরে ভ্যানে করে হাটগাঙ্গোপাড়া পল্লী চিকিৎসক সেজাউল করিমের কাছে নিয়ে যায় এবং সেখানে তাদের অবস্থা আরো আশঙ্কা জনক হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়েছিল। করোনা ভাইরাসের কারনে মামলা করতে একটু বিলম্ব হলে আসামী/ হামলাকারীগন আবারও তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন আফাজ উদ্দিন,এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী করেন। এবিষয়ে বাগমারা থানার (এসআই) উসমান গনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেখা হয়েছে: 224
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪