|

বাগমারায় স্বাস্থবিধি মানাতে মাঠে নেমেছে প্রশাসন

প্রকাশিতঃ ৫:৫৩ অপরাহ্ন | এপ্রিল ০৮, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে স্বাস্থবিধি মানাতে মাঠে নেমে পড়েছেন উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলার সদর ভবানীগঞ্জ বাজারে পথচারীদের মাঝে মাস্ক বিতরণসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা ও বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। তিনি প্রায় দুই ঘন্টা ব্যাপী বাজারের বিভিন্নঅলিগলি ঘরে দেখেন এবং মাস্কবিহীন লোকজনের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি মোটর সাইকেলে তিনজন যাত্রী বহন ও মাস্ক পরিধান না করা এবং স্বাস্থবিধি না মানায় বেশকিছু ব্যক্তি ও দোকানমালিককে জরিমানা আদায় করেন। পরে ইউএনও বাজারের বিভিন্ন পট্রী ঘুরে পন্যমূল্য স্থিতিশীল রয়েছে কিনা তা মনিটরিং করেন এবং যে সমস্ত দোকানে পন্যের মূল্য টাঙ্গানো হয়নি তাদেরকে পন্যমূল্য টাঙ্গানোর নির্দেশনা প্রদান করেন। এদিকে,উপজেলায় চলছে ঢিলেঢালা ভাবে লকডাউন। বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তাঘাটে প্রচুর পরিমাণ যানবাহন চলতে দেখা যায়। সেই সাথে ছিল অনেক মানুষের আনাগোনা। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষের সমাগম ছিল অন্যদিনের তুলনায় অনেক বেশি। এবং রিকশা অটোরিকশাসহ সিএনজিতে স্বাস্থ্যবিধি মানার কোন তোয়াক্কা নাই। গাদাগাদি করে তোলা হচ্ছে যাত্রী। এছাড়া বেশির ভাগই খোলা ছিল ব্যবসা প্রতিষ্ঠান। তাই ছিলনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার তোয়াক্কা।

দেখা হয়েছে: 341
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪