|

বাগমারার স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি এনামুল হকের আর্থিক সহযোগিতা

প্রকাশিতঃ ৯:৩৪ অপরাহ্ন | মার্চ ২৮, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে: সারা বিশ্ব এখন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হতেও নিষেধ করা হচ্ছে। করোনা মোকাবেলায় সকল দিক দিয়ে বাংলাদশে প্রস্তুত না হলেও সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও এগিয়ে এসেছেন অনেকেই। শনিবার রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, করোনা ভাইরাসের আক্রান্ত রোগী যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরন না করেন সে জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে এক লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। কারোনার চিকিৎসা করতে একজন চিকিৎসককে যে সকল উপরকণাদী পরিধান করতে হবে সেটা নিশ্চিত করতে এই অর্থ প্রদান করা হয়েছে। যদিও এখন পর্যন্ত বাগমারা উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া যায় নি। করোনা রোগী শনাক্ত হলেও যেন চিকিৎসা পায় সে লক্ষ্যে আগেই সকল প্রকার উপকরণাদী যেমন গাউন. গোগল্স গ্লাস, মাস্ক, ক্যাপ, হ্যান্ড গ্লোবস, বুট এবং বুট কভার (পিপই) ইত্যাদি ক্রয় করতে এই অর্থ প্রদান করা হয়েছে। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের দপ্তরে করোনা ভাইরাসের চিকিৎসায় উপকরণাদী ক্রয়ে নগদ এক লাখ টাকা প্রদান করেন প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানী, উপজেলা কৃষি অফিসার রাজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আমিরুল ইসলাম। করোনা ভাইরাস মোকাবেলায় বাগমারাবাসীর জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে বলেও জানিয়েছেন এমপি এনামুল হক। সেই সাথে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী সকল নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি।

দেখা হয়েছে: 382
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪