|

বাগমারা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আলতাফ-সম্পাদক হেলাল

প্রকাশিতঃ ৯:১৯ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৬, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে রাজশাহীর বাগমারা উপজেলায় বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত হয়েছে আলতাফ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে হেলাল উদ্দীন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এস.এম. সামসুজ্জোহা মামুন, সহ-সম্পাদক নাজিম হাসান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন আকবর আলী। রবিবার বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে বেলা ১১ টা থেকে ভোট শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উ পজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত। নির্বাচন উপলক্ষে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাস সারওয়ার আবুল। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, দৈনিক সানশাইনের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, সাংবাদিক বদরুল হাসান লিটন, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম মীর, বিশিষ্ট ঠিকাদার মাজেদুর রহমান, ব্যবসায়ী রহিদুল ইসলাম। বাগমারা প্রেসক্লাবের সাংবাদিক মামুনুর রশিদ, জিল্লুর রহমান, আফাজ্জল হোসেন, ইউসুফ আলী সরকার, রাশেদুল ইসলাম ফিরোজ, মাহফুজুর রহমান প্রিন্স, জিল্লুর রহমান দুখু, আবু বাক্কার সুজন, হাবিব আহম্মেদ, মমিনুল হক সবুজ, নুর কুতুবুল আলম, শামীম রেজা, রতন কুমার, ফারুক আহম্মেদ প্রমুখ।#

দেখা হয়েছে: 241
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪