|

বাগামারায় টিসিবি’র পন্যে বিক্রি হলেও তাহেরপুরে শুরু হয়নি

প্রকাশিতঃ ৭:১৯ অপরাহ্ন | এপ্রিল ০১, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে:
করোনার আতঙ্কে সাধারন লোকজন যখন দিশেহারা হয়ে পড়েছে। তারা কী করবে আর কী না করবে তা বুঝে ওঠতে পারছে না। চাল ডাল তেলসহ নিত্য পন্যের তেমন সংকট দেখা না দিলেও চলমান লকডাউনের কারণে জেলার বৃহতম বাণিকজ্যিক কেন্দ্র বাগমারার তাহেরপুর পৌরসভার হাটে করোনা ভাইরাসকে পুঁজি করে নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। চাল,ডাল,আলু,রসুন,গরম মসলা,মাছ,মাংস এবং গো খ্যাদ্রর দাম বাড়ার তারা। করোনা ভাইরাসে মানুষের জীবন যখন মরণের পথে ঠিক সেই সময় বদলে গেছে তাহেরপুর বাজার বাজার মুল্যের দৃশ্যপট। এবং বাজার মুল্যের নিয়ণন্ত্রে নেই সরকারী কোন তদারকী বা মনিটরিং ব্যবস্থা। এই অবস্থায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি’র ডিলারগন তেল চিনি ডাল ও পিয়াজ নিয়ে হাজির হচ্ছে ক্রেতাদের দোড়গোড়ায়। মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ গোডাউন মোড় ও গতকাল বুধবার উপজেলার মচমইল এলাকায় টিসিবি’র ডিলারগন তাদের পন্য বিক্রি কলেও এখানো তাহেরপুরে বিক্রি শুরু করেনি। টিসিবি’র ডিলার সাইদুর রহমান জানান, সরকার বির্ধারিত রেট অনুয়ায়ী তারা প্রতি কেজি সয়াবিন তেল ৮০ টাকা, চিনি ৫০ টাকা, মসুর ডাল ৫০ টাকা ও পিয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। বর্তমানে তার দোকানে পিয়াজের সংকট রয়েছে। এছাড়া মসুর ডালের প্রচুর চাহিদা রয়েছে বলে তিনি এর বরাদ্দ আরো বাড়ানোর জন্য কর্তৃপক্ষের নিকট আহবান জানান। টিসিবি’র পন্য পেয়ে খুশী হয়েছেন উপজেলার ক্রেতারা। গোড়াউন মোড়ে পন্য কিনতে আশা ক্রেতা আয়নাল, রহিদুল, বেলালসহ অনেকে জানান, টিসিবি’র পন্যের দাম সস্তা এবং মানেও ভাল। তারা বাড়ির কাছে হাতের নাগালে এসব পন্য পেয়ে বেজায় খুশী হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার বলছেন, উপজেলা সব এলাকার লোকজন যাতে টিসিবি’র পন্য নিতে পারে আমরা সেই ভাবে ডিলারদের নির্দেশনা দিয়েছি। আমাদের হাতে পর্যাপ্ত তেল চিনি, ডাল ও পিয়াজের মওজুত রয়েছে। চাহিদা থাকলে এসব পন্যের সরবরাহ আরো বাড়ানো হবে।

দেখা হয়েছে: 230
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪