|

বিকিনি পরায় মালদ্বীপে ব্রিটিশ তরুণী গ্রেফতার

প্রকাশিতঃ ১০:৫৩ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১০, ২০২০

বিকিনি পরায় মালদ্বীপে ব্রিটিশ তরুণী গ্রেফতার

অনলাইন বার্তাঃ বিকিনি পরে ঘুরে বেড়ানোর দায়ে মালদ্বীপের মাফুসির এলাকায় এক পর্যটককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এছাড়া ওই নারীকে গ্রেফতারের ভিডিও সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, মাফুসির যে দ্বীপ থেকে ওই নারী পর্যটককে গ্রেফতার করা হয়েছে, সেখানে বিকিনি পরার অনুমতি নেই। কারণ, ওই দ্বীপটি নন-রিসোর্ট। এজন্য ওই নারীকে গ্রেফতার করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিচ-টাওয়েল দিয়ে ওই বিকিনি কন্যার সারা শরীর ঢেকে দেওয়ার চেষ্টা করছেন তিন পুলিশ অফিসার। সেইসঙ্গে পুলিশ কর্মকর্তারা ছুটছেন ওই নারীর পিছু। কিন্তু, বরাবরই ওই নারী পর্যটক পুলিশের নাগাল ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলা ওই যুবতীকে পালটা হুঁশিয়ারির সুরে চিত্‍‌কার করে বলতে শোনা যাচ্ছে, আপনারা কিন্তু আমাকে যৌন নিগ্রহ করছেন।

জানা যায়, মালদ্বীপে বিকিনি পরে অবাধ বিচরণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। দেশটির হলিডে রিসোর্টগুলি ছাড়া আর কোনও দ্বীপে বিকিনি পরে ঘোরার অনুমতি নেই। এমন নিষেধাজ্ঞা ভাঙায় পুলিশ গ্রেফতার করে ওই যুবতীকে।

এদিকে ওই ব্রিটিশ নারীকে গ্রেফতারের ঘটনায় সমালোচনার মুখে পড়ে মালদ্বীপ পুলিশ। ইতিমধ্যে নারী পর্যটককে গ্রেফতারের পর জনসমক্ষে দুঃখ প্রকাশ করেছেন মালদ্বীপের পুলিশ সার্ভিস কমিশনার মোহাম্মদ হামিদ।

ওই ব্রিটিশ নারীর সঙ্গে পুলিশের আচরণ সমর্থনযোগ্য নয় বলেও স্বীকার করেন তিনি।

দেখা হয়েছে: 385
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪