|

বিভিন্ন অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিতঃ ১০:০৩ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৯, ২০২০

বিভিন্ন অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ভালুকায় বিএনপি নেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু কর্তৃক ভূয়া ভোটার আইডি কার্ড ও কাগজপত্র ব্যাবহার করে জমি আত্মসাত এবং সেই জমি নামজারি করে অবৈধভাবে ব্যাংক লোন করার প্রতিবাদে ও জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে ভূক্তভোগী ৪০ পরিবারের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগীদের মাঝে বক্তব্য রাখেন- শিখা আক্তার, আব্দুল বারেক, আবুল কালাম, শহিদ উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নেতা ও ভূমিদস্যু ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু আমাদের নিরাশ করে দিয়েছে। ভূয়া ভোটার আইডি কার্ড ও কাগজপত্র ব্যাবহার করে আমাদের বাশিল মৌজার আট একর জমি জালিয়াতি করে আত্মসাত করেছে এবং সেই জমি ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে নামজারি ও জমা খারিচ করে অবৈধভাবে কোটি কোটি টাকা ব্যাংক লোন করেছে। আমরা এখন ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি। আমরা আমাদের জমি ফিরে পেতে চাই। দীর্ঘদিন যাব বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেও আমরা এর কোন বিচার পাইনি।

উল্যেখ্য, অভিযুক্ত ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

দেখা হয়েছে: 291
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪