|

বিশ্বজুড়ে ইন্টারনেট ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে

প্রকাশিতঃ ১:৩০ অপরাহ্ন | অক্টোবর ১৩, ২০১৮

বিশ্বজুড়ে ইন্টারনেট ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে

অনলাইন বার্তাঃ

বিশ্বজুড়ে আগামী ৪৮ ঘণ্টা ইন্টারনেট সংযোগে সমস্যা দেখা দিতে পারে। মূল ডোমেইন সার্ভার ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য এমনটি হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইক্যান) ওই রক্ষণাবেক্ষণের কাজ করবে। এর মাধ্যমে ‘ক্রিপটোগ্রাফিক কি’ পরিবর্তন করা হয়, যা ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) বা ইন্টারনেট অ্যাড্রেস বুক সুরক্ষিত রাখতে সাহায্য করে। বর্তমানে বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা বেড়ে যাওয়ায় তা ঠেকাতে ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছে আইক্যান।

এক বিবৃতি দিয়ে কমিউনিকেশন রেগুলেটরি অথরিটি জানিয়েছে, ডোমেইন নেম সিস্টেম সুরক্ষিত রাখার জন্যই বিশ্বজুড়ে ইন্টারনেট বন্ধ করা জরুরি। এতে ডিএনএস নিরাপদ ও স্থিতিশীল হবে। সংস্থাটি বলেছে ইন্টারনেট সেবা প্রদানকারীরা প্রস্তুত থাকলে সমস্যা কমানো সম্ভব।

দেখা হয়েছে: 561
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪