|

ঈশ্বরগঞ্জে বাড়িতে থেকেই বিস্কুট পেলো শিক্ষার্থীরা

প্রকাশিতঃ ৮:৪২ অপরাহ্ন | মে ১৬, ২০২০

ঈশ্বরগঞ্জে বাড়িতে থেকেই বিস্কুট পেলো শিক্ষার্থীরা

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ ঈশ্বরগঞ্জে করোনা বিপর্যয়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেয়া হলো বিস্কুট। সরকারি সিদ্ধান্তের আলোকে উপজেলাব্যাপি চলমান এ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার পৌর সদর চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ও আহ্সানিয়া মিশনের প্রতিনিধি শিক্ষার্থীর বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বিস্কুট বিতরণ করেন ।

জানা গেছে, ওই বিদ্যালয়ের মোট ৪ শ ৩৮ জন শিক্ষার্থীর মাঝে মাথাপিছু ৩০ প্যাকেট করে মোট ১৩ হাজার ১শ ৪০ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়। স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগে খুশি শিক্ষার্থীর পরিবার ।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বাধন ভৌমিক জানায়, স্কুল বন্ধ থাকায় স্যার আমাদের বাড়িতে বিস্কুট পাঠিয়েছেন। বিষয়টি আমার কাছে খুবই আনন্দের ।

চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কৈরী জানান, করোনা বিপর্যয়ে স্কুল বন্ধ থাকায় আমরা শিক্ষার্থীদের বাড়িতে বিস্কুট পৌঁছে দিয়েছি ।

ঈশ্বরগঞ্জে বাড়িতে থেকেই বিস্কুট পেলো শিক্ষার্থীরা

দেখা হয়েছে: 470
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪