|

আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১০:৪০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২০, ২০২০

আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর ফুলবাড়ীতে সম্প্রতি চুরি,ডাকাতি বৃদ্ধি পাওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যপক অবনতি হয়েছে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তাতে শান্তিতে ঘুমাতেও পারছেন না।

পুলিশ যথাযথ ভাবে ফুলবাড়ী ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারছেনা। পুলিশ চুরির ঘটনায় এপর্যন্ত কাউকে আটক করতে পারছেন না। থানা পুলিশ আমাদের নেতৃত্ব পর্যায়ের লোকজনের কথায় গুরুত্ব দেয়না।

এমনি অভিযোগ করলেন দিনাজপুর জেলা পরিষদ সদস্য ও ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির অন্যতম নেতা আলহাজ¦ মোঃ কামরুজ্জামান কামরু।

গত ১৮ ফেব্রæয়ারী রাত ৮টায় ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির মাঠে থানা ব্যবসায়ী আয়োজনে গত কয়েক মাস আগে চুরি হয় নকশাঁ জুয়েলার্স সহ ফুলবাড়ীর আরোও কয়েকটি দোকান চুরি হয়। চুরির ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত ফুলবাড়ী থানা পুলিশ আটক করতে পারে নাই এবং চুরির মতো ঘটনা বেড়েই চলছে। এরই প্রতিবাদে থানা ব্যবসায়ী সমিতির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা থনা ব্যবাসায়ী সমিতির আহবায়ক মোঃ নওশাদ আলম মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে এমন উক্তি করেন দিনাজপুর জেলা পরিষদ সদস্য ও ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির অন্যতম নেতা আলহাজ¦ মোঃ কামরুজ্জামান কামরু।

এসময় থানা উপস্থিত ছিলেন ফুলবাড়ী স্বকল্প সোসাইটির পরিচালক ও থানা ব্যবসায়ী সমিতির সদস্য এম এ কাইয়ুম আনছারী, বর্ণমালা কলেজের উপাধ্যক্ষ ও থানা ব্যবসায়ী সমিতির অন্যতম নেতা প্রকৌশলী শেখ সাবীর আলী, বাংলাদেশ জুয়েলারী মালিক সমিতির ফুলবাড়ী শাখার সভাপতি মোঃ সাহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক গৌতম দত্ত, ফুলবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল জব্বার মাসুদ,জুয়েলারী শ্রমীক ইউনিয়ানের আহবায়ক মোঃ মানিক মন্ডল,নকশাঁ জুয়েলারীর মালিক মোঃ আজিজুল ইসলাম (চিনা),তরুন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম সাগরসহ ফুলবাড়ী বাজারের প্রায় দুই শত ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 437
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪