|

মদনে নিমার্নাধীন নতুন হল রুম বুঝিয়ে নেওয়ার সাথে সাথেই ফাটল

প্রকাশিতঃ ৩:১৫ অপরাহ্ন | জানুয়ারী ২০, ২০২৩

মদনে নিমার্নাধীন নতুন হল রুম বুঝিয়ে নেওয়ার সাথে সাথেই ফাটল

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেএকোনা মদন উপজেলা প্রশাসনিক ভবন ও হল রুম বুঝিয়ে নেওয়ার সাথে সাথেই ফাটল দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মান করে ঠিকাদারী প্রতিষ্টান বিল্ডার্স ইন্জিনিয়ারিং শেমস ইন্জিনিয়ারিং ২০২০ সালে কাজ শুরু করে এই কাজ সমাপ্তির তারিখ ছিল ২০২১ সালের১০ ফেবুয়ারী পযর্ন্ত। কাজ শেষ করে গত ২৩ জুন ২০২২ সালে। কাজের নিমার্নের ব্যয় ধরা ছিল ৫ কোটি ২৭ লাখ ৭৯ হাজার৫৬৫ টাকা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, উপজেলা নাগের ডগায়, নিমার্নকাজ নিন্মমানের করায় দেয়াল ফাটল দেখা দিয়াছে।

১৯ জানুয়ারী সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, নিমার্নাধীন হল রুমে দক্ষিণ দেয়ালে অনেক জায়গায় ফেটে গেছে।এ ছাড়া নিমার্নকাজে নিম্নমানের নিমার্ন সামগ্রী ব্যবহার করা হয়েছে।

ফাটল বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ও ঠিকাদারী প্রতিষ্টানের মালিক ফোন ধরেননি।

প্রশাসনিক ভবন ও হল রুম নিমার্ন কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল এ প্রতিনিধিকে জানান, ভবন এর হল রুমের প্লাষ্টার ফাটল দেখা দিয়াছে, ঠিকাদারের জামানত অফিসে রয়েছে, ঠিকাদারকে বলে ফাটল মেরামত করিয়ে নিব।

দেখা হয়েছে: 115
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪