|

মহাঅষ্টমীতে লক্ষ্মীপুরে মন্দিরে-মন্দিরে প্রার্থনা

প্রকাশিতঃ ২:৫৯ অপরাহ্ন | অক্টোবর ১৩, ২০২১

মহাঅষ্টমীতে লক্ষ্মীপুরে মন্দিরে-মন্দিরে প্রার্থনা

লক্ষ্মীপুর প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিনে লক্ষ্মীপুরে মহাঅষ্টমী উপলক্ষে মন্দিরে-মন্দিরে চলছে প্রার্থনা। প্রতিটি মন্দিরে পূঁজা, অর্চনা ও চন্ডিপাঠ পাশা-পাশি করোনা মহামারী থেকে বিশ্ববাসীকে রক্ষার প্রার্থনা করেন ভক্তরা।

শারদীয়া দুর্গোৎসবে তৃতীয় দিন বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ৩০মিনিটে রায়পুর উপজেলার শ্রীশ্রী রাধা মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে দুর্গাদেবীর মহাষ্টামাদি কল্পারম্ভ ও মহাষ্টামী বিহিত পুঁজা অনুষ্ঠিত হয়।

এদিন ভক্তরা মায়ের কাছে মহামারী করোনা থেকে তাদের সন্তানদের রক্ষার জন্য প্রার্থনা করেন। এবং পৃথিবীর সকল অশুভ শক্তির বিনাশ চান।

এ প্রার্থনায় অংশগ্রহণ করেন মন্দির দুর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি প্রদীপ রায়, কোষাধ্যক্ষ স্বপন আইচ ও সাধারণ সম্পাদক গৌতম সরকারসহ শত-শত ভক্ত।

আয়োজক’রা জানান,দেবী দুর্গা এবার আসছেন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। ঘোড়া এমন একটি বাহন যা যুদ্ধের সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। ঘোড়ার পায়ের শব্দও যুদ্ধেরই ইঙ্গিত দেয়। তাই পঞ্জিকা মতেই ঘোটকে আগমন মানেই ছত্রভঙ্গের কথাই বলা হয়। অর্থাৎ এই সময়ে যুদ্ধ, অশান্তি, হানাহানির সম্ভাবনা থাকে।

দেখা হয়েছে: 263
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪