|

মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ দেওয়ার স্বীদ্ধান্ত

প্রকাশিতঃ ৯:৫৯ অপরাহ্ন | সেপ্টেম্বর ১১, ২০২২

ত্রিশাল ম্যাপ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ দেওয়ার স্বীদ্ধান্ত হয়েছে। রবিবার(১১ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় ওই এলাকায় স্থায়ীভাবে একজন ট্রাফিক পুলিশ মোতায়েনের এই সিদ্ধান্তটি গৃহীত হয়।

এটি ত্রিশালবাসী সহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যাত্রী সাধারণের দীর্ঘদিনের দাবি ছিল।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে এর আগে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। অবৈধ পার্কিং, যত্রতত্র দাড়িয়ে যাত্রী উঠানামা সহ নানাবিধ কারণে এই যানজটের সৃষ্টি হতো। যানজট নিরসনে ত্রিশাল উপজেলার ইউএনও’র নিরলস চেষ্টায় গত কয়েকদিন যানজট মুক্ত রয়েছে ওই এলাকা। যা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশংসিত হয়। তিনি নিয়মিতই বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছিলেন।

ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আক্তারুজ্জামান বলেন, ‘আজ ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় স্থায়ীভাবে একজন ট্রাফিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় গৃহীত হয়েছে। শীঘ্রই এটি বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। ইতিপূর্বে কয়েকটি সভায় ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় একজন ট্রাফিক পুলিশ মোতায়েনের বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছিল’।

দেখা হয়েছে: 120
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪