|

মহেশপুর সিমান্তে ৯ বাংলাদেশী আটক

প্রকাশিতঃ ১১:৪৮ পূর্বাহ্ন | জুন ৩০, ২০২১

মহেশপুর সিমান্তে ৯ বাংলাদেশী আটক

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ অবৈধ পথে ভারতে প্রবেশের সময় মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৯ বাংলাদেশী নারী পুরুষ আটক হয়েছে।

আটককৃতরা হলেন, বাগেরহাটের স্মরনখোলা উপজেলার হোন্দাঘাটা গ্রামের মৃত সেকেন্দার আলী খানের ছেলে মোঃ সোলেমান খান (৪২), একই উপজেলার পশ্চিমখাদা গ্রামের মোঃ বাহাদুর খানের ছেলে মোঃ সবুর খান (২৩), পূর্ব খুন্তাকাটা গ্রামের মৃত নুর ইসলাম খানের মেয়ে মোছাঃ সালমা বেগম (৩০), যশোরের ঝিকরগাছা উপজেলার আমিনী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ ইমন হোসেন (১৯), একই জেলার বাঘারপাড়া উপজেলার মাইঝালী গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে মোঃ মোজাম্মেল হোসেন (৪০), ফরিদপুরের সালতা উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের মোঃ আব্দুস সামাদ শেখের মেয়ে রোমা শেখ (২৪), একই গ্রামের মোঃ পান্নু শেখের মেয়ে মোছাঃ অন্তরা শেখ (১৮), শরীয়তপুর জেলার চরযাদবপুর গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ এনায়েত হোসেন (৩৮) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছোটঘাটপাড়া গ্রামের মৃত বিলাত আলীর মেয়ে মোছাঃ সোহাগী (৩০)।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির আওতাধীন বেনীপুর বিওপির চুয়াডাংগার জীবননগর উপজেলার আটপিকা নামক স্থান হতে তাদের আটক করা হয়। এরা বিনা পাসপোর্টে চোরাই পথে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

গনপরিবহন বন্ধের মধ্যে এ সব নারী পুরুষ কি ভাবে সীমানেআত জড়ো হলো তা সম্পর্কে জানা যায়নি। আটককৃত বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে মঙ্গলবার বিকালে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় জীবননগর থানায় মামলা দায়ের হয়েছে।

দেখা হয়েছে: 219
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪