|

মাদকের সাথে সম্পৃক্ত আত্মসমর্পনকারীরা পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে: আইজিপি

প্রকাশিতঃ ১২:৩৫ পূর্বাহ্ন | মে ১৯, ২০১৯

মাদকের সাথে সম্পৃক্ত আত্মসমর্পনকারীরা পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে: আইজিপি

মাসুদ হোসেন, চাঁদপুরঃ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বিপিএম বার বলেছেন, সারাদেশে মাদকের সাথে সম্পৃক্ত মাদক কারবারি, মাদকসেবী এবং চরমপন্থীরা আত্মসমর্পন করে স্বাভাবিকভাবে ফিরে আসাকে আমরা স্বাগত জানাই। তবে তারা পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে। আইনের ব্যতয় ঘটলে তারা ছাড় পাবে না।

শুক্রবার (১৭ মে) চাঁদপুর পুলিশ লাইন্সে আয়োজিত জেলা পুলিশের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

এ সময় ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীরউত্তম, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন খান, জেলা মুক্তযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।

চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছসেবক লীগ নেতা নির্মল গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর চেম্বাব অব কমার্সের সভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর আখন্দ সেলিম, ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারেফ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ স্থানীয় প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর পুলিশ লাইনস্ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম।

দেখা হয়েছে: 470
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪