|

মাদারীপুরের শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুই ভুয়া পরীক্ষার্থী আটক

প্রকাশিতঃ ৫:৫০ অপরাহ্ন | মে ৩১, ২০১৯

মাদারীপুরের শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুই ভুয়া পরীক্ষার্থী আটক

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় মাদারীপুরের আলহাজ¦ আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রে মো. মাসুম পারভেজ নামের এক পরীক্ষার্থীর পক্ষে পরীক্ষা দিতে আসেন উজ্জ্বল (২৮) নামের এক যুবক।

পরীক্ষা চলাকালীন সময়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মাদারীপুর এর উপ পরিচালক মো. সাইদুর রহমান গোপণ সংবাদের ভিত্তিতে উজ্জ্বলকে ধরেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আকটকৃত উজ্জ্বল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বড় মৌপুড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পরীক্ষা দিতে আসেন শিবচর উপজেলার শেখপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে মাসুদ পারভেজ এর পক্ষে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল হাসান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অন্য আরেকজনের পক্ষে পরীক্ষায় দেয়ায় উজ্জ্ব নামের এক যুবককে আটক করা হয়। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় পিটিআই কেন্দ্রে আজিজুল হাকিম নামের এক পরীক্ষার্থীর প্রবেশপত্র দেখে সন্দেহ হলে আমি তাকে আটক করি এবং প্রবেশপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর করি।

দেখা হয়েছে: 474
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪