|

মাস্ক পরিধান না করায় ১১ জনের জরিমানা

প্রকাশিতঃ ৯:১৪ অপরাহ্ন | নভেম্বর ০৪, ২০২০

মাস্ক পরিধান না করায় ১১ জনের জরিমানা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে নো-মাস্ক নো-সার্ভিস সরকারি নির্দেশ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় সিরাজদিখান বাজারের বিভিন্ন দোকান, গাড়ি চালক ও পথচারীদের মাস্ক পরিধান না করায় জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এসময় তিনি পথচারি ও ব্যবসায়ীদের মাস্ক ব্যবহারে সচেতন হতে বলেন।

এসময় মাস্ক ছাড়া ব্যক্তিদের মাস্ক পরিধান করিয়ে দেন এবং মাস্ক ব্যবহার না করায় ২ জন পথচারী ও ৯ জন ব্যবসায়ীকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৩৯ ধারায় ও ভোক্তা আধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ২৩ ধারায় মোট ১১ জনকে ৩ হাজার ৫শ টাকা জরিমানা করেন।

এসময় উপজজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশ বাস্তবায়নে ও জনসচেতনতা আমাদের এই অভিজান অভ্যাহত থাকবে।

দেখা হয়েছে: 304
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪