|

শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন

প্রকাশিতঃ ৩:৪০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৪, ২০২০

শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন

মোঃ মহসিন রেজা, শরীয়তপুরঃ শরীয়তপুর জেলা প্রেস ক্লাব কমিটির দীর্ঘদিন ধরে মেয়াদ শেষ হলেও নির্বাচন দেয়ার ব্যাপারে প্রেসক্লাব নির্বাচন সংশ্লিষ্ট কারো নেই কোনো সদিচ্ছা। যদিও জেলার বেশিরভাগ সংবাদ কর্মিই চায় তাদের প্রাণের সংগঠন প্রেসক্লাবে নির্বাচনের মাধ্যেমে যোগ্য ব্যাক্তিরা প্রেসক্লাব পরিচালনা করুন।

এদিকে স্যাটেলাইট টেলিভিশনের জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন শরীয়তপুর জেলা ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষে গত ২৩ জানুয়ারী মনোনয়নপত্র বিক্রয় শুরু হয়েছে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ০২ ফেব্রুয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাই ০২ ফেব্রুয়ারী বিকাল ৩ ঘটিকায় , মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ০৩ ফেব্রুয়ারী। প্রতিক বরাদ্দ ০৩ ফেব্রুয়ারী।

নির্বাচন হবে আগামী ৭ ফেব্রুয়ারী শুক্রবার বেলা ১১ ঘটিকায় ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ১২ ঘটিকায় ভোট গ্রহন শেষ হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তফসিলে।

জেলা ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান শেখ।

জেলা ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের মোট ভোটার সংখ্যা ২৩ জন।

ইলেকট্রনিক মিডিয়ায় জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের সভাপতি হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের শরীয়তপুর প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান পারভেজ ও বিটিভি’র শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপন। সাধারণ সম্পাদক পদে আছেন বাংলাভিশন টিভি’র শরীয়তপুর প্রতিনিধি শহিদুজ্জামান খান, ও চ্যানেল টুয়েন্টি ফোর টিভি’র শরীয়তপুর প্রতিনিধি মোঃ মনির হোসেন সাজিদ।

সহ-সভাপতি পদে রয়েছেন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান সরদার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি নুরুল আমিন রবিন। যুগ্ম সম্পাদক রয়েছেন দুজন ডিবিসি টিভি’র প্রতিনিধি বিএম ইশ্রাফিল, জিটিভি প্রতিনিধি মোঃ মানিক মোল্যা।

এছাড়া অর্থ সম্পাদক পদে আছেন ৩ জন দীপ্ত টিভি প্রতিনিধি রাজিব হোসেন রাজন, আরটিভি প্রতিনিধি মোঃ ইব্রাহিম হোসেন, আনন্দ টিভি প্রতিনিধি মোঃ জামাল হোসেন।

দপ্তর সম্পাদক পদে রয়েছেন মাই টিভি শরীয়তপুর প্রতিনিধি বিএম মামুন, মাই টিভি শরীয়তপুর প্রতিনিধি মোঃ সজিব শিকদার।
কার্যকরী সদস্য পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, বিজয় টিভি প্রতিনিধি মাহমুদুল হক মামুন নিউজ টুয়েন্টি ফোর এর শরীয়তপুর প্রতিনিধি মোঃ রতন মাহমুদ, বাংলা টিভি প্রতিনিধি নয়ণ দাস, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি মোঃ কবিরুজ্জামান কবির, এশিয়া টিভি’র নড়িয়া প্রতিনিধি রকি আহমেদ, ৭১ টিভি’র প্রতিনিধি নাজমূল হুদা শামীম।

ইলেকট্রনিক মিডিয়ায় জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনের বিষয়ে বর্তমান সভাপতি রোকনুজ্জামান পারভেজ জানান, প্রতি দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। আশা করছি স্যাটেলাইট টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের অন্যেন্য বারের মতো এবারের নির্বাচনও উৎসবমূখর হবে।

দেখা হয়েছে: 720
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪