|

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” শেখ হাসিনা

প্রকাশিতঃ ১০:৫৫ অপরাহ্ন | জুন ১৯, ২০২১

মুজিববর্ষে "বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" শেখ হাসিনা

রবিন চৌধুরী রাসেল-রংপুর জেলা প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস বিফিং, আজ ১৯ জুন বেলা ১২ টায়, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘােষণা বাস্তবায়নের লক্ষ্যে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২০ জুন ২০২১ তারিখ সকাল সাড়ে ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ২য় পর্যায়ের ৫২ হাজার ৯৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

রংপুর জেলায় ২য় পর্যায়ে ৯৯১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য বরাদ্দ পাওয়া গিয়েছে। এর মধ্যে আগামী ২০ জুন, ২০২১ তারিখে ৭১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে।

আগামী ৩১ জুলাই, ২০২১ তারিখের মধ্যে বাকি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। রংপুর জেলার জন্য প্রাপ্ত বরাদ্দের মধ্যে রংপুর সদর উপজেলার জন্য ১০০টি, মিঠাপুকুর ১০০টি, বদরগঞ্জ ১০টি, পীরগঞ্জ ১০০টি, পীরগাছা ৪০টি, কাউনিয়া ১০০টি, তারাগঞ্জ ১০টি এবং গংগাচড়া উপজেলার জন্য ১০০টি গৃহনির্মাণের জন্য বরাদ্দ পাওয়া গিয়েছে। যার মধ্যে ২২টি গৃহ প্রতিবন্ধী’র পরিবার ও ৩৭টি গৃহ ক্ষুদ্র নৃগােষ্ঠী পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে।

এসব ঘরে রয়েছে দুইটি শয়নকক্ষ, বারান্দা, রান্নাঘর ও শৌচাগার। এছাড়া এসকল পরিবারের জন্য নিশ্চিত করা হয়েছে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা। প্রতে্যকেকে তার জমির দলিল নিবন্ধন ও নামজারি করে দেওয়া হয়েছে। উদ্বোধনের দিন উপকারভােগীদের মাঝে গৃহ প্রদানের সনদ, কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানও হস্তান্তর করা হবে।

গত ২৩ জানুয়ারি ২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ১ম পর্যায়ে ৬৯ হাজার ৯০৪ টি ভূমিহীন ও গহহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করেন। রংপুর জেলায় ১ম পর্যায়ে ১,২৭৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়।

দেখা হয়েছে: 221
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪