|

মৃত ঘোষণার পর মর্গে ৭২ বছরের বৃদ্ধ জেগে উঠলেন

প্রকাশিতঃ ৩:০০ অপরাহ্ন | জুন ২৩, ২০১৯

লাশ

অনলাইন বার্তাঃ হাসপাতালের চিকিৎসক রোগীকে ‘মৃত’ ঘোষণা করার পর, লাশ পাঠিয়ে দেওয়া হয়েছিল মর্গের হিমঘরে। রাতভর সেখানে মৃতদেহ পড়ে থাকার পর সকালে যখন সেই হিমশীতল দেহ লাশকাটা টেবিলে তোলা হয়, তখন পলকে ঘটে যায় এক ঘটনা।

নড়েচড়ে ওঠে সেই মৃতদেহ। একবার নয়, একপলকের জন্যও নয়। নিজেকে সামলে নিয়ে সেই মৃতদেহর পরীক্ষা করেন পোস্টমর্টেমের ডাক্তার। তিনি দেখেন, চোখের পাতা পড়ছে। শীতল শরীরে কখন যেন ফিরে এসেছে প্রাণের উষ্ণতা। রোগী যে জীবিত, তা নিয়ে নিশ্চিন্ত হন। এরপর বাহাত্তর বছরের সেই বৃদ্ধের সঙ্গে কথা বলেন তিনি।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জেলা হাসপাতালে। যদিও এই ঘটনার পর মাত্র ৯০ মিনিট বেঁচে ছিলেন ওই বৃদ্ধ রোগী। তবুও বিষয়টিকে হালকাভাবে নিতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। যে চিকিৎসক রোগীকে ‘মৃত’ ঘোষণা করে, অটোপসি করতে পাঠিয়েছিলেন, তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দেখা হয়েছে: 738
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪