|

ময়মনসিংহে করোনা পজিটিভ ও উপসর্গে ২৩ জনের মৃত্যু

প্রকাশিতঃ ৩:৪০ অপরাহ্ন | অগাস্ট ১৪, ২০২১

ময়মনসিংহে করোনা পজিটিভ ও উপসর্গে ২৩ জনের মৃত্যু

এম এ আজিজ, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১০ জন এবং করোনা উপসর্গ নিয়ে আরো ১৩ জন মারা গেছেন।

মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৫ জন, নেত্রকোনার ৪ জন, শেরপুরের ২ জন, জামালপুর ও টাঙ্গাইলের ১ জন করে রয়েছে।
করোনা পজিটিভে মারা গেছেন ময়মনসিংহ সদরের খোদেজা (৫৫), মর্জিনা (৬৫), খাদিজা বেগম (৭০), সুফিয়া (৪৫), মুক্তাগাছা উপজেলার আব্দুল মালেক (৫৫), রিয়াজুল (৪৫), তারাকান্দা উপজেলার কোহিনুর বেগম (৬৫), হালুয়াঘাট উপজেলার আব্দুল মতিন (৭০), নেত্রকোনা সদরের খলিন্দ চন্দ্র (৮০), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আব্দুল সালেহ (৭০)।

এছাড়াও উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদরের ফারুক (৩৬), গোলাম কিবরিয়া (৬০), রাবেয়া (৭০), আসিরণ (৬০), রোজি আক্তার (৫০), আব্দুল রাজ্জাক (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার সাকিনা বেগম (৫৫), নেত্রকোনা সদরের আহমেদ (৫৬), হাজেরা খাতুন (৬৫), মঞ্জুরুল হক (৬৫), শেরপুর সদরের মোজাম্মেল (৬৫), জামালপুর সদরের বিল্লল উদ্দিন (৬০) এবং টাঙ্গাইল সদরের আব্দুল গফুর (৬৫) মারা গেছেন বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডাঃ মহিউদ্দিন খান মুন জানিয়েছেন।

তিনি আরো জানান করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৯৯ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। এই সময়ে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬০০ টি নমুনা পরীক্ষায় আরো ১৩৯ জনের দেহে করোনার পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ২৩.১৬ শতাংশ। করোনায় জেলায় এখন পর্যন্ত ২২২ জন মারা গেছেন। এছাড়া এ পর্যন্ত মোট ১৮ হাজার ৯৯৫ জন আক্রান্ত এবং ১৪ হাজার ১৬৮ জন সুস্থ হয়েছেন।

দেখা হয়েছে: 276
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪