|

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে দেড় ডজন অপরাধী গ্রেফতার

প্রকাশিতঃ ৪:৩৮ অপরাহ্ন | ডিসেম্বর ২৩, ২০২১

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে দেড় ডজন অপরাধী গ্রেফতার

এম এ আজিজ, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দেড় ডজন অপরাধীকে গ্রেফতার করেছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে পুলিশ কাজ করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ১৮ জন জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই অমিত হাসানের নেতৃত্বে একটি টীম বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকা থেকে শাহাজাদা ওরফে শাহ ওরফে শাহ আলমকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই শুভ্র সাহার নেতৃত্বে একটি টীম বাঘমারা থেকে আরো তিনজনকে গ্রেফতার করে। তারা হলো, আবুল কালাম আজাদ ওরফে কালু, মোঃ দুদু মিয়া ও হাফিজুল ইসলাম ওরফে হাবেন।

এসআই নিরুপম নাগ, এসআই টিটু সরকার, এসআই ফারুক আহম্মেদ, এসআই মেহেদী হাসান, এএসআই আমির হামজা, এএস্আই সোহেল রানা, এএসআই মোজাম্মেল হক, এএস্আই সুজন চন্দ্র এবং এএসআই(নিঃ)আল আমিন অভিযান পরিচালনা করিয়া সিআর সাজাপ্রাপ্ত পলাতক, সিআর ও জিআর পরোয়ানাভূক্ত ১৪ অপরাধীকে গ্রেফতার করে।

তারা হলো, পায়স্তী তারাপুরের সেলিম মিয়া, জামাল উদ্দিন, সিকে ঘোষ রোডের মাসুদ করিম, কাশর জেল রোডের মোঃ আ্নােয়ার হোসেন, মীরকান্দার মোঃ জলিল চর কালিবাড়ির মোঃ জাফার ওরফে জাফর, কাশরের আলা উদ্দিন, চুকাইতলার মোঃ হাফিজুর রহমান ইমন, বয়ড়া বটতলা বাজারের স্বপন আহম্মেদ জয়, চর খরিচার আল আমিন হোসেন ও মোখলেছুর রহমান, বয়ড়ার ইন্দ্রজিত চন্দ্র পাল এবং কৃষ্টপুরের মোঃ রবিন। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এই অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি শাহ কামাল আকন্দ দাবি করেন।

দেখা হয়েছে: 145
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪