|

ময়মনসিংহে ডিবি’র অভিযানে অস্ত্র গুলি ও ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিতঃ ৬:১৩ অপরাহ্ন | নভেম্বর ২০, ২০১৮

মোঃ কামাল, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। তার নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন মেম্বার। তার বাড়ি জেলা সদরে তালমা গ্রামে। সোমবার মধ্য রাতে শহরের হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, তার নেতৃত্বে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার মধ্যরাতে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এ ধরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার সময় রতন মেম্বারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত এলজি (বন্দুক), দুই রাউন্ড গুলি ও ৬০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রতন মেম্বারের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।

ওসি শাহ কামাল আকন্দ আরো জানান, রতন মেম্বারের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় চাঁদাবাজি, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে পাচটি মামলা রয়েছে। অভিযানে ডিবির এসআই আনোয়ার হোসেন, হাবিবুর রহমানসহ অন্যান্যরা সাথে ছিলেন।

দেখা হয়েছে: 605
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪