|

ময়মনসিংহে বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

প্রকাশিতঃ ৪:৫৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২১, ২০২০

ময়মনসিংহে বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ: ময়মনসিংহে বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় স্মরণ করা হচ্ছে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের। শ্রদ্ধার ফুলে ছেয়ে গেছে নগরের টাউন হলস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদী।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মণি, সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

ময়মনসিংহে বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান প্রমুখ। শুক্রবার ভোর থেকেও বিভিন্ন সংগঠনের উদ্যোগে গভীর ভালোবাসায় স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের।

অপর দিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার ৭ নং চর নিলক্ষীয়া ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে শহদীদ মিনারে প্রথমে ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ফারুকুল ইসলাম রতনের পুষ্পস্তবক অর্পনের মধ্যেমে ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পন করেন।

ময়মনসিংহে বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

দেখা হয়েছে: 395
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪