|

ময়মনসিংহে রাজনৈতিক ফেলোদের সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ৬:০৮ অপরাহ্ন | জানুয়ারী ১১, ২০২৩

ময়মনসিংহে রাজনৈতিক ফেলোদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তিযোদ্ধা পল্লীকে মশার পাদুর্ভাবমুক্ত করণের দাবিতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও বিএনপির তরুণ রাজনৈতিক ফেলোদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নগরীর সিকে ঘোষ রোডস্থ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের নিরুপমা ভৌমিক। ধারণাপত্র পাঠ করেন,ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো জেলা যুব মহিলা লীগের সদস্য মাহমুদা সাহাব জিতু। বক্তব্য রাখেন মাস্টার ট্রেইনার জামাল আহাম্মদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো দক্ষিণ জেলা ছাত্রদলের সহ সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সামীমা আক্তার বলেন, মুক্তিযোদ্ধা পল্লী কখন কিভাবে গড়ে উঠেছে তা ময়মনসিংহ সিটি কর্পোরেশন অবহিত নয়। এ পল্লীর সার্বিক উন্নয়নে আরো নজর দেয়া হবে।

এ সময় মুক্তিযোদ্ধা পল্লীর উন্নত পরিবেশ, রাস্তা প্রশস্থকরণ, ড্রেন নির্মাণ, মশকমুক্ত করণ সম্পর্কে বক্তব্য রাখেন- সাংবাদিক ও বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ফখরুল আলম বাপ্পী বাপ্পী,সাংবাদিক একেএম আব্দুল আজিজ, দক্ষিণ জেলা জাতীয়তাবাদি মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন, মহানগর আওয়ামী লীগের রফিকুল ইসলাম রতন, লিখিত বক্তব্য পাঠ করেন, সুমন ঘোষ, মাহজাবিন জেবিন রাজনৈতিক ফেলো বিএনপি, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরজাহান বেগম, সুধাংশু কুমার, মুক্তিযোদ্ধা পল্লীর বজলুর রহমান কাজল, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, সাংবাদিক স্বাধীন চৌধুরী।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জনগণের স্বার্থের বিষয়ে সকল রাজনৈতিক মহল এক হলে সকল সমস্যা অবশ্যই সমাধান সম্ভব।

দেখা হয়েছে: 110
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪