|

ময়মনসিংহে শেখ ফজলুল হক মনির ৮০ তম জন্মবার্ষিকী পালন

প্রকাশিতঃ ৬:২৩ অপরাহ্ন | ডিসেম্বর ০৪, ২০১৯

ময়মনসিংহে শেখ ফজলুল হক মনির ৮০ তম জন্মবার্ষিকী পালন

মোঃ কামাল, ময়মনসিংহঃ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের নাম বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে ১৬ কোটি মানুষ পেয়েছে প্রিয় স্বদেশ। আজকের যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিলো দেশ গঠনের লক্ষে।

যার নেতৃত্বে ছিলেন শহীদ শেখ ফজলুল হক মনি। যিনি ৭৫ এ বঙ্গবন্ধুসহ স্বপরিবারে ঘাতকের নির্মম হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন। রেখে গেছেন যুবলীগ নামক জনগণের সংগঠন। এ সংগঠনকে শক্তিশালী ও সংগঠিত করাই যুবলীগের নেতৃবৃন্দের প্রধান দায়িত্ব বলে মনে করি, বলেছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম।

৪ ডিসেম্বর বুধবার ময়মনসিংহ শিববাড়ি আওয়ামী লীগ পার্টি অফিসে ময়মনসিংহ মহানগর যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান এর উদ্যেগে যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮০ তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশে যুবকদের দেশের কল্যানে নিবেদিত করতে শহীদ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।

ময়মনসিংহে শেখ ফজলুল হক মনির ৮০ তম জন্মবার্ষিকী পালন

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় যুবলীগ আজ শক্তিশালী সংগঠন। এ সংগঠনের নতুন নেতৃত্ব এসেছেন শহীদ শেখ ফজলুল হক মনির যোগ্য উত্তরসুরী শেখ ফজলে সামশ পরশ। আমি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আহবান জানাবো যুবলীগকে সুসংগঠিত ও কালিমামুক্ত রাখতে যোগ্য নেতৃত্বের হাতে যেন দায়িত্ব অর্পন করা হয়। এক্ষেত্রে ছাত্রলীগ থেকে উঠে আসা নেতৃত্বকে প্রধান্য দেয়ার বিষয়ে তিনি আহবান জানান।

দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি মাহমুদ হোসেন প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ পান্না,গণসংযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক হিমন পাল খোকন, মহানগর আওয়ামী লীগ সদস্য রাফিউল আদনান প্রিয়মসহ ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মহানগর যুবলীগ সদস্য শাহ আলমগীর জয়।

দেখা হয়েছে: 690
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪