|

ময়মনসিংহ কর অঞ্চলের সেরা করদাতাদের সম্মাননা প্রদান

প্রকাশিতঃ ৯:২৫ অপরাহ্ন | নভেম্বর ১৩, ২০১৯

ময়মনসিংহ কর অঞ্চলের সেরা করদাতাদের সম্মাননা প্রদান

মোঃ কামাল, ময়মনসিংহঃ ময়মনসিংহ কর অঞ্চলের সকল করদাতাদের সম্মানিত ও উৎসাহিত করতে সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ কর অঞ্চলের অনুষ্ঠানটি আয়োজন করে।

১৩ নভেম্বর বুধবার সকালে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে আরম্ভর অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেরা করদাতাদের হাতে সম্মাননা সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে ও অতিরিক্ত কর কমিশনার মোঃ শামীমুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির, ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সভাপতি এড. সাদিক হোসেন, সর্বোচ্চ করদাতা মাহবুব রেজা করিম প্রমুখ।

বক্তরা দেশের উন্নয়নে করদাতাদের অংশীদারত্বের প্রশংসা করে বলেন, একটি দেশ ও রাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী করতে কর বড় সহায়ক। বক্তারা নাগরীকদের দেয়া করের সঠিক ব্যবহার নিশ্চিত করণের উপর জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি করতে সক্ষম হয়েছে।

দেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করছেন। যদিও দেশের ১৬ কোটি মানুষের মাঝে মাত্র এক পার্সেন্ট নাগরীর কর দিচ্ছেন, তবুও বর্তমান সময়ে দেশের অর্থনৈতিক প্রবিদ্ধ অতীতের তুলনায় অনেক বেশি। বক্তারা ময়মনসিংহের সেরা করদাতাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।

এবছর ময়মনসিংহ বিভাগে সেরা করদাতা সম্মাননা সনদ পেয়েছেন ৪২ জন এর মধ্যে ময়মনসিংহ জেলা ও সিটি করপোরেশনে ১৪ জন রয়েছেন।

দেখা হয়েছে: 815
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪