|

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিতঃ ৭:১৯ অপরাহ্ন | অগাস্ট ১৭, ২০২২

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

এম এ আজিজ, ময়মনসিংহঃ ২০০৫ সালের ১৭ আগষ্ট জঙ্গীবাদের সিরিজ বোমাবাজী এবং বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসী তান্ডবের বিরেুদ্ধে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে ১৭ আগষ্ট বুধবার বিকালে নগরীর টাউনহল প্রাঙ্গনে নেতাকর্মীরা জমায়েত হয়। পরে টাউনহল থেকে মিছিল শুরু হয়ে গাঙ্গিনারপাড় হয়ে রেলওয়ে ষ্টেশন কৃষ্ণচুড়া চত্বরে গিয়ে শেষ হয় ।

জমায়েত ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সমাবেশ হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কবির উদ্দিন ভ্ইূয়া, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, আমিনুল হক শামীম, মোহাম্মদ মমতাজ উদ্দিন মন্তা, ফারুক আহমেদ খান, অ্যাডভোকেট বদর আহমেদ, অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার, অ্যাডভোকেট সাদেক খান মিল্কী টজু, অধ্যাপক ইউসুফ খান পাঠান, ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী আকন্দ, শরীফ হাসান অনু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ড. একেএম আবদুর রফিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিব্বির আহমেদ চৌধুরী মিরন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা মনি এমপি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আইনুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফুর খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপিকা তাসলিমা বেগম, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাসানী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মমিনুর রহমান জিন্নাহ, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, সাধারন সম্পাদক হুমায়ুন কবির সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শোকের মাস ১৫ই আগষ্ট জাতির জনক ও তার পরিবার সহ সকল শহীদের আত্বার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মিছিলে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী লগি বৈঠা নিয়ে মিছিল করে বিক্ষোভ সমাবেশের সৌন্দর্য্যকে বাড়িয়ে দেয়।

অপরদিকে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে আরেকটি বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে সারা নগরী প্রদক্ষিন করে। সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, সহ সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সকল ধরনের নাশকতা প্রতিরোধ ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কোতোয়ালি মডেল থানা ও ফাড়ি পুলিশ টহল জোরদার করে।

দেখা হয়েছে: 87
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪