|

ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে ছিনতাই চুরি যেনো অপ্রতিরুদ্ধ; নির্বিকার জিআরপি

প্রকাশিতঃ ৯:২৮ অপরাহ্ন | নভেম্বর ১২, ২০১৯

ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে ছিনতাই চুরি যেনো অপ্রতিরুদ্ধ; নির্বিকার জিআরপি

মোঃ কামাল, ময়মনসিংহঃ “ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে মোবাইল ফোন চুরির হিড়িক পড়েছে। নির্বিকার জিআরপি পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। সম্প্রতিক সময়ে বেশ কয়েকটি মোবাইল ফোন চুরির ঘটনায় জিআরপি পুলিশের দিকে সমালোচনার তীর বিদ্ধ করেছে ভুক্তভোগীরা।”

১২ নভেম্বর মঙ্গলবার ময়মনসিংহ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসে যাওয়ার সময় পকেট থেকে মোবাইল ফোন চুরি হয় শওকত জামিল নামের এক ব্যবসায়ীর। তিনি ১ নং প্লাটফর্মে থেকে ছ-বগিতে উঠার সময় মোবাইলটি পকেট থেকে হাওয়া হয়ে গেছে বলে বুঝতে পারেন। “তাৎক্ষনিক প্রায় ২০ গজ দুরে বসে থাকা জিআরপি পুলিশকে বিষয়টি জানালে অনেকটা নির্বিকারভাবে পুলিশ সদস্যরা বলেন, জিডি করেন।”

বিষয়টি ময়মনসিংহ জিআরপি থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেনকে জানালে তিনি বলেন, ষ্টেশনে আশরাফ আছে তাকে বলেন। তবে ষ্টেশনের ১ নং প্লাটফর্মে গিয়ে আশরাফ নামের কোন পুলিশ সদস্যকে খুজে পাওয়া যায়নি। বিষয়টি ষ্টেশন সুপারকে জানালে তিনি তাৎক্ষনিক সিসি টিভি ফুটেজ দেখেন। ১ নং প্লাটফর্ম থাকা একটি ক্যামেরায় মোবাইল হারানো ব্যাক্তিকে দেখা গেলেও ট্রেনে উঠান দৃশ্য দেখার মতো কোন ক্যামেরা না থাকায় চুরির দৃশ্য ধরা পড়েনি।

সম্প্রতিক সময়ে একই স্থান থেকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান জেলা যুবলীগ সদস্য আক্তারুজ্জামান রবিনের মোবাইল ফোনটি হারিয়ে যায়। তবে এক্ষেত্রে সিসি টিভির ফুটেজে সন্দেহভাজন বেশ কয়েকজনকে সনাক্ত করা হলেও জিআরপি পুলিশ তাদের খুজে বের করতে বা পরবর্তীতে ধরতে পারননি বলে সূত্র জানায়। এক্ষেত্রে ভুক্তভোগী ও সাধারণ জনগণ ময়মনসিংহ জিআরপি পুলিশের দায়িত্বহীনতা ও নির্বিকারতা নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন।

সূত্র জানায়, “সম্প্রতিক সময়ে ময়মনসিংহের একটি দৈনিক পত্রিকার সাংবাদিকের মোবাইল ফোন চুরি হলে বিষয়টি নিয়ে জিআরপি পুলিশকে অবহিত করলে তারা অন্য একটি মোবাইল দিয়ে বিষয়টি আপোষ করে নেয়”।

“ষ্টেশন এলাকায় বিভিন্ন সূত্রে খবর নিয়ে জানা যায়, বেশ কয়েকটি সংঘবদ্ধ ছিনতাইকারী ও চোরচক্র ময়মনসিংহ রেলওয়ে জংশনে তাদের কার্যক্রম চালাচ্ছে জিআরপি পুলিশকে ম্যানেজ করেই।”

তবে ময়মনসিংহ কোতোয়ালী পুলিশ চৈতিগ্রুপের প্রায় ১০ থেকে ১৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে ডাকাতি মামলায় চালান দেয় বলে সূত্র জানায়।

জানা যায়, পুরোহিতপাড়া,মাঘমারা এলাকার ছিনতাই গ্রুপের গ্যাং লিডার নিশাদের অন্তত ২০ সদস্য ষ্টেশন এলাকায় চুরি ছিনতাই চালাচ্ছে নির্বিগ্নে। তবে জিআরপি পুলিশ জানায় নিশাদ জেলহাজতে আছে।

“১২ নভেম্বর ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। জেলা প্রশাসকের পরিদর্শনের প্রায় আধঘন্টা পরই তিস্তা এক্সপ্রেসে ওই ব্যবসায়ীর মোবাইল ফোন চুরি হলে বিষয়টি নিয়ে পুলিশের দায়িত্বহীনতা নিয়ে নানা প্রশ্ন তুলেন সচেতন মহল। তারা বলেন, উর্ধতন কর্তৃপক্ষ এসে বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনা দিয়ে গেলেও তা কার্যত প্রয়োগকারীরা বাস্তবায়ন করতে অবহেলার নজির রাখছেন।”

ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে চুরি ছিনতাই রোধে জিআরপি পুলিশের কর্মতৎপরতা ও প্লাটফর্মের চারপাশ সিসি ক্যামেরার আওতায় আনার বিষয়টি নিয়ে কথা বলেন ভুক্তভোগীরাসহ সাধারণ জনগণ। এক্ষেত্রে রেলওয়ে ষ্টেশনে যাত্রী পারাপার ফুটওভার ব্রীজ ও পুরোহিতপাড়া মাঘমারা অংশে পরিতাক্ত্য ট্রেনের ঝোপঝাড় নজরদারির আওতায় আনার দাবি উঠেছে।

কারণ ছিনতাই ও চোরচক্র বেশিরভাগ সময় তাদের কাজ সেরে ওই অন্ধকার ঝোপঝারে নিরাপদ আশ্রয় খুজে নেয়। এছাড়া পরিতাক্ত্য ওই ট্রেনের বগিতে ছিনতাইচক্রের নেশা ও অনৈতিক কাজের নিরাপদ আশ্রয় হিসাবেও চিহ্নিত করেছেন এলাকাবাসী।

দেখা হয়েছে: 831
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪