|

যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিতঃ ৪:০৪ অপরাহ্ন | অগাস্ট ১৫, ২০২২

যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরে জাতীয় শোক দিবস পালিত

শরীয়তপুর প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডীর ৩২ নম্বর রোডে অবস্থিত বাড়ীতে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়।

১৫ আগষ্ট সোমবার জাতির পিতার ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সকাল সকাল সাড়ে আটটায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে পতাকা উত্তোলন (অর্ধনমিত) করেন জেলাপ্রশাসক। এরপর জেলাপ্রশাসকের কার্যালয় সম্মুখস্থ আম্রকাননে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, এসময় জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সরকারি দপ্তর, মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরবর্তীতে জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়, আলোচনা সভার শুরুতেই ১৫ আগস্টে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আগত অতিথিবৃন্দ জাতির পিতার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।

এছাড়া শোক দিবসে জেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ সেচ্ছাসেবকলীগসহ ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তাছাড়া জেলা শহরের বিভিন্ন পয়েন্টে গণভোজের আয়োজন করা হয়।

দেখা হয়েছে: 104
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪