|

রংপুরে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৯:৩৮ অপরাহ্ন | অক্টোবর ১৫, ২০২২

রংপুরে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মানববন্ধন অনুষ্ঠিত

রবিন চৌধুরী রাসেল, রংপুর প্রতিনিধিঃ রংপুরে পরিপত্র সংশোধন করে, চুক্তিপত্র বাতিল করতঃ সারে চার হাজার (৪৫০০) ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ১৯৭২ সালের পর থেকে সরকারি প্রকল্পের নিয়ম অনুসারে বেতন স্কেল ও রাজস্বখাতে হস্তান্তরের নীতিমালার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর ২২) সকাল ১১ টার দিকে বিভাগীয় সদর দপ্তরের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন।

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোগে সংগঠনের সভাপতি আহসান হাবিব প্রিন্সের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাবিউল ইসলাম এর সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ আবদুল্লাহ আল মামুন, যুগ্ন আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব এমদাদুল হক, উপদেষ্টা মন্ডলীর সদস্য মতিউর রহমান, ইউনিয়ন ডিজিটাল সেন্টার শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি যোবাইর হোসাইন, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভাগীয় ও জেলার সকল সদস্য উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, বেতন ভাতা ও চাকরী স্থায়ীকরণসহ, সরকারি প্রকল্পের নিয়ম অনুসারে বেতন স্কেল ও রাজস্বখাতে হস্তান্তরের নীতিমালার দাবি জানান।

তারা আরও বলেন, দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচীর হুশিয়ারী দেন।

দেখা হয়েছে: 111
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪