|

রংপুরে সাফজয়ী তিন বাঘিনীকে গণসংবর্ধনা

প্রকাশিতঃ ৯:৫৩ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৯, ২০২২

রংপুরে সাফজয়ী তিন বাঘিনীকে গণসংবর্ধনা

রবিন চৌধুরী রাসেল, রংপুর প্রতিনিধিঃ রংপুর বিভাগের সাফ চ্যাম্পিয়ন তিন নারী ফুটবলার সিরাত জাহান স্বপ্না, স্বপ্না রানী ও সোহাগী কিসকুকে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ২২) বেলা সাড়ে ১১ টায় ঢাকা থেকে বিমানযোগে তারা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আসেন।

এ সময় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহম্মেদ আজাদ সহ অন্যরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

সৈয়দপুর বিমানবন্দরে বরণের পর ছাদখোলা জীপ গাড়িতে স্বপ্নাসহ ৩ সাফ জয়ী নারী ফুটবলারকে রংপুর নগরী প্রদক্ষিন করানো হয়। এরপর পাবলিক লাইব্রেরী মাঠে তাদের গণসংবধর্না দেন জেলাপ্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

জাতীয় নারী ফুটবল দলের অন্যতম খেলোয়ার রংপুরের সিরাত জাহান স্বপ্না সাফ জয়ের ১০ দিন পর রংপুরে ফিরে সাংবাদিকদের খুশির সংবাদ জানিয়েছেন।

রংপুরের সিরাত জাহান স্বপ্না সাংবাদিকদের বলেন, যখন আমি প্রথম ফুটবল খেলা শুর“ করেছিলাম, তখন এলাকার অনেকে বাধা সৃষ্টি করেছিল। আমাদের সমাজের পুরুষরা চায় মেয়েরা একটু পিছিয়ে থাকুক। এখন আমার সাফল্যে তারাও আনন্দ প্রকাশ করছে। পরিবর্তন শুরু হয়েছে। সামনে আমাদের আরও ভালো করতে হবে।

ঠাকুরগাঁওয়ের সাফজয়ী খেলোয়ার স্বপ্না রানী তিনি জানান, শিরোপা ঘরে আনতে পেরে আমরা গর্ববোধ করছি। দেশের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। ফুটবল খেলার শুরুতে অনেক বাধা এসেছে। হাফ প্যান্ট পরে মেয়েরা ফুটবল খেলছে বলে গ্রামের মানুষেরা কটূক্তি করেছে। এতেও আমরা থেমে থাকিনি। স্কুলপর্যায়ে খেলার সময় স্যারেরা অনেক সাপোর্ট করেছেন। এখন সবাই উৎসাহ দিচ্ছেন।

নারী ফুটবলার সোহাগী কিসকু বলেন, সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর গোটা দেশের মানুষ আমাদের চিনেছে। আমরা চাই গ্রামের নারী ফুটবলাররা যেন গ্রামে খেলার সুযোগ পায়।

এ সময় রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহম্মেদ আজাদ, রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি, স্বপ্নার প্রথম ফুটবল প্রশিক্ষক হারুন অর রশিদ সহ রংপুর ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং ক্রীড়ানুরাগী সংগঠকরা উপস্তিত ছিলেন।

বিকেলে রংপুর সদর উপজেলার সদ্য পুস্করনী নয়াপুকুর স্টেডিয়ামে স্বপ্নাকে সংবর্ধনা প্রদান সহ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।

দেখা হয়েছে: 121
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪