|

রাজশাহীতে চালের ট্রাকে হেরোইন,আটক ৩

প্রকাশিতঃ ১০:৩৮ অপরাহ্ন | এপ্রিল ০৭, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীতে চালভর্তি মিনি ট্রাকে করে হেরোইন পাচারকালে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, জেলার গোদাগাড়ী উপজেলার কুড়িলবাড়িয়া পিরিজপুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে শাহিন আলম ওরফে বেলাল (২৭), পবা উপজেলার বালিয়া গ্রামের রাকিবের ছেলে মো. রবিন (২২) এবং একই এলাকার আলমের ছেলে বিশাল (২০)। তাদের মধ্যে রবিন ট্রাকের চালক ও বিশাল হেলপার। ব্যবসায়ী বেলাল ট্রাকে চাল নিয়ে গাজীপুর যাচ্ছিলেন।স্থানীয়রা জানান, লকডাউন এর মধ্যে সোমবার রাত নয়টার দিকে ভদ্রা হয়ে চালভর্তি একটি মিনি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা খলিল ও তার সহযোগীদের গাড়িটি দেখে সন্দেহ হলে তারা গাড়িটির পথ রোধ করে ও পাশে থাকা তালাইমারি ফাড়ির পুলিশ সদস্যদের খবর দেয়। স্থানীয়রা প্রথমে ধারণা করে চালগুলো ত্রাণের এগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এসময় স্থানীয়দের ট্রাকে থাকা তিনজন কোন সদুত্তর দিতে পারেনি। এরপর চালভর্তি ট্রাক তালাইমারী বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখানে বস্তাগুলো চেক করতেই একটি বস্তা থেকে ৬টি প্যাকেটে হেরোইন বের হয়ে আসে। এবিষয়ে মঙ্গলবার দুপুরে চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির জানান, গোদাগাড়ী থেকে ট্রাকটি গাজীপুর যাচ্ছিল। চালের ট্রাকে হেরোইন পাচারের খবর পেয়ে নগরীর ভদ্রা মোড়ে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় একটি চালের বস্তায় ছয় প্যাকেটে ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। হেরোইন পাচারের অভিযোগে তিনজনকে আটক করা হয়। ওসি আরও জানান, এ ঘটনায় ২৮ বস্তা চালসহ মিনি ট্রাকটিকেও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দেখা হয়েছে: 515
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪