|

করোনা সচেতনায় বাগমারায় যৌথ উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ

প্রকাশিতঃ ৭:৩৪ অপরাহ্ন | এপ্রিল ০১, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারা উপজেলা আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি ও তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের যৌথ উদ্দ্যেগে বিভিন্ন শ্রেণি পেশা মানুষদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১লা এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত তাহেরপুর হরিতলা বাজার থেকে শুরু করে মথুরাপুর, সুলতানপুর, তালতলী, মির্জাপুর, কনোপাড়া ও দক্ষিণ সাজুঁড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬৫০টি মাস্ক ও ৫৫০পিস সাবান বিতরণ করা হয়। আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. সামসুজ্জোহা মামুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষায়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম প্রামাণিক, গোয়ালকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আবেদ আলী মোল্লা,তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক প্রাং, রুস্তম শায়ের, রায়হান ইসলাম, মুস্তাফিজুর রহমান,আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য ও গোয়ালকান্দি ইউনিয়নের আনসার-ভিডিপি কমান্ডার সাহাদৎ হোসেন টিপন, এস এম আঃ কাইয়ুম কামাল, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য মোঃ ফিরোজ সরকার, আমজাদ হোসেন মন্ডল, মোস্তাফিজুর রহমান বল্টু প্রমুখ। এর আগে তাহেরপুর হরিতলা বাজার, জেলেপাড়া, পাবনা পাড়া ও তালতলীতে জনসচেতনান জন্য মোঃ মকসেদ আলী শাহ্, সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান শাহ্ ও ছাত্রলীগ নেতা বিদ্যুৎ সরকারের হাতে সাবান ও মাস্ক তুলে দেওয়া হয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে পৌছে দেয়ার জন্য।

দেখা হয়েছে: 237
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪