|

রাজশাহীতে সমাজ সেবার মডেল এখন উজ্জীবন পদ্মারপাড়

প্রকাশিতঃ ১০:২৯ অপরাহ্ন | অগাস্ট ২৩, ২০২০

রাজশাহী থেকে নাজিম হাসান
জীবে প্রেম করে যেই জন সেই জনে সেবিছে ইশ্বর” মানব সেবার এমনি ব্রত নিয়ে কাজ করে চলেছেন উজ্জীবন পদ্মাপাড়ের সদস্যরা। নিজেদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ থাকার জন্য হাটাচলা জগিং সহ কিছু শারিরীক ব্যায়াম করার মাধ্যমে এই সংগঠনের যাত্রা শুরু হলেও আজ তাদের সেবা দানের পরিসর বিস্তার করেছে সমাজের রন্ধে রন্ধে। স্বেচ্ছায় রক্তদান, কন্যাদায়গ্রস্থ পিতাকে সহায়তা, শীতকালে বস্ত্র বিতরন, বৃক্ষ রোপন, অহসায় রোগিদের চিকিৎসায় সাহায্য প্রদান ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান সহ সামাজিক নানান কর্মকান্ডে উজ্জীবন পদ্মাপাড়ের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে থাকেন। উজ্জীবনের সদস্য ও স্থানীয় পদ্মাপাড়ে প্রত্যুষের ভ্রমনকারীরা জানান, প্রায় এক যুগ আগে উজ্জীবন পদ্মাপাড়ের যাত্রা শুরু । স্বাস্থ্য সচেতন কিছু মানুষ শুরুর দিকে রাজশাহীর শিল্পকলা একাডেমি সংলগ্ন পদ্মাপাড়ে নিয়মিত হাটাচলা ও জগিং শুরু করেন। ধীরে ধীরে এই জগিংকারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। জগিংকারীদের দলে যোগ দিতে শুরু করেন রাজশাহী মেডিকেলের ডাক্তার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, র‌্যাব কর্মকর্তা, ব্যবসায়ী, আইনজীবি, রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক স্বাস্থ্য সচেতন প্রাত: ভ্রমনকারী। পরে সবাই মিলে নিজেদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য শরীর চর্চার পাশাপাশি সমাজের দুস্ত অহসায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা পোষন করেন। পরে উজ্জীবন পদ্মার পাড় নাম দিয়ে এর পথচলা শুরু হয়। উজ্জীবনের সকল সদস্যই মোটামুটি স্বচ্ছল হওয়ায় তারা নিজেদের চাঁদায় একটা মোটা অংকের ফান্ড গড়ে তুলেন। প্রতিবছর এই ফান্ড থেকেই বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডে অর্থ ব্যয় করা হয়। এছাড়া সদস্যদের মধ্যে রয়েছে নিবিড় সুসম্পর্ক। তারা একে অপরের যে কোন কাজে কর্মে সহযোগতিা ছাড়াও কোন সদস্য অসুস্থ হলে সবাই আন্তরিক ভাবে ছুটে যান তার পাশে দাঁড়াতে। এছাড়া সদস্যদের নিয়ে ঐতিহাসিক স্থান সমূহ ভ্রমন, বার্ষিক বনভোজন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সহ নানান অনুষ্ঠানের আয়োজন করেন উজ্জীবনের সদস্যরা এছাড়া পরিবারের সকল সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় মিলন মেলা। সম্পূর্ন রাজনীতি মুক্ত এই সংগঠনের সদস্যরা করোনা সংকটেও বসে নেই। তারা নিজেদের অর্থায়নে ও উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে চলেছেন। এছাড়া নগরীর অনেক ক্লিনিক ও সরকারি হাসপাতালের যেসব রোগিরা অর্থাভাবে চিকিৎসা চালাতে ও ওষধ কিনতে পারেননা তাদের পাশে সাধ্যমত দাঁড়ান উজ্জীবনের সদস্যরা। প্রতিবছর উজ্জীবনের ফান্ড থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। উজ্জীবনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা এ কে এম জাহাঙ্গীর রতন জানান, মানুষের সেবা করাই বড় ধর্ম। ৭১’ জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি। রাজনীতি ছাড়াই যে মানুষ ও সমাজের সেবা করা যায় আমরা উজ্জীবনের সকল সদস্য সেই চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলেছি। সহসভাপতি বিশিষ্ট সমাজ সেবক রফিকুজ্জামান বেল্টু জানান, উজ্জীবন এখন একটি প্রতিষ্ঠান। এর কর্মকান্ড আরো ছড়িয়ে দিতে চাই। সমাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ৪৬ মনিবাজারে উজ্জীবনের নিজস্ব কার্যালয় রয়েছে। এখান থেকে বিভিন্ন সেবধর্মী কার্যক্রম গুলো পরিচালনা করা হয়। আগামীতে আত্মমানবতার সেবায় উজ্জীবনের কার্যক্রমকে আরো বিস্তৃত করার প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছি আমরা উজ্জীবন সৈনিক।

দেখা হয়েছে: 239
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪