|

রাজশাহীতে হোম কোয়ারেন্টাইনে ২৯৪ জন

প্রকাশিতঃ ১০:০৯ অপরাহ্ন | এপ্রিল ০৬, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীসহ জেলাজুড়ে এখনও পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের কোন রোগি শনাক্ত হয়নি। তবে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২৯৪ জন। তারা ঢাকা এবং দেশের বাইরে থেকে রাজশাহী এসেছেন। ১৪ দিন তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।গতকাল সোমবার দুপুরে করোনা চিকিৎসা টিমের আহ্বায়ক ডা. আজিজুল হক আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ২৯৪ জনের মধ্যে রাজশাহী মহানগরীতে ৮৬, বাঘায় ১৩, চারঘাট ৩৪, পুঠিয়া ৩৯, দুর্গাপুর ১৪, বাগমারা ২৮, মোহনপুর ৩৬, তানোর ১১, পবা ১২ ও গোদাগাড়ী উপজেলায় ২০ জন রয়েছেন। এদের মধ্যে ৭ জন বিদেশ ফেরত। এর মধ্যে ভারত থেকে আসা ৩ এবং নেপাল ও সৌদী আরব থেকে আসা ২ জন করে রয়েছেন। ঢাকা ফেরত মানুষকেও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে আনা হচ্ছে। জেলায় এ পর্যন্ত মোট এক হাজার ১০৫ জনকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়। এর মধ্যে ১৪ দিন পূর্ণ হওয়ায় ৮১১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এবিষয়ে জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, যারা বিদেশ ও ঢাকা থেকে আসছে তারা ১৪ দিন বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। সরকারি নির্দেশনা অমান্য করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

দেখা হয়েছে: 219
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪