|

রাজশাহীতে ৪শ’ মণ্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্টিত হবার সম্ভাবনা

প্রকাশিতঃ ৭:২১ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৮, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
করোনা কালিন সময়ে রাজশাহীর মন্দিরগুলোতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলছে জোরেশোরে প্রস্তুতি। জেলা ও নগরী মিলে এবার ৪ শত টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। উৎসাহ উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে তুমুল প্রস্তুতিতে ব্যস্ত রাজশাহীর সনাতন ধর্মাবলম্বীরা। জেলায় ও মহানগরীতে ৪০০টি নিচে মণ্ডপে এ পূজা হবে বলে জানিয়েছেন জেলা হিন্দু, বোদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী অনিল কুমার সরকার। তিনি জানান, জেলার সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা তৈরি শুরু করছেন, কাজ প্রায় শেষ। এখন প্রতিমাগুলোর নকশা করা হচ্ছে। দশ বার দিনের মধ্যেই তৈরি করা দুর্গার প্রতিমাগুলোতে রঙ লাগিয়ে পোশাক পরিচ্ছদে রঙিন ও সুসজ্জিত করা হবে বলে জানান তিনি। এছাড়া হিন্দু, বোদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ জানান,রাজশাহী জেলায় প্রায় ৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এমন মণ্ডপের তথ্য তাদের কাছে এসেছে।এর মধ্যে নগররীতে ৫০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্টিত হবে। এবছর জেলায় করোনার কারনে দুর্গাপূজা মণ্ডপের সংখ্যা কম। তবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা হওয়ার কথা রয়েছে। সেখানে নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব বিষয়েই আলোচনা হবে বলেও তিনি জানান।#

দেখা হয়েছে: 276
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪