|

রাজশাহীর দুটি পৌরসভায় আ’লীগ ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

প্রকাশিতঃ ১০:৩৮ অপরাহ্ন | জানুয়ারী ১৬, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহী জেলার তিনটি পৌরসভার মধ্যে দুটি পৌরসভায় আ’লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী এবং ১ টিতে আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছে। বিজয়ী তিনজন হলেন, কাকনহাটে নৌকা প্রতীক নিয়ে একেএম আতাউর রহমান, বাগমারার ভবানিগঞ্জ আব্দুল মালেক মণ্ডল ও বাঘার আড়ানিতে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) প্রতীক নিয়ে মুক্তার আলী। বাঘার আড়ানী পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ শহীদুজ্জামান ১৬০৪ ভোটে পরাজিত হয়েছেন দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুক্তার আলীর কাছে। তিনি পেয়েছেন ৫,৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহীদুজ্জামান পেয়েছেন ৪,৩০০ ভোট। বিএনপির প্রার্থী তোজাম্মেল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২৭৬ ভোট। রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী শাহিন রেজা শনিবার রাত ৭টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এদিকে, রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় আ’লীগের প্রার্থী আবদুল মালেক মণ্ডল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৭০০ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হন। তিনি নৌকা মার্কায় মোট পেয়েছেন ৭ হাজার ৩৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম মামুনুর রশিদ জগ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৬৯৯ ভোট। বিএনপির প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৮৯৬ ভোট। তবে ভোটদানে বাধা প্রদান, পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে সকালে বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছেন। অপরদিকে, গোদাগাড়ীর কাকনহাট পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী একেএম আতাউর রহমান ৫৮৮২ভোট পেয়েছে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী হাফিজুর রহমান হাফিজ ৫১১৩ ভোট পেয়ে পরাজিত হন।#

দেখা হয়েছে: 218
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪