|

রাজশাহী বাগমারার আতেজানের ১২ বছর ধরে ঘড় নেই!

প্রকাশিতঃ ৮:৩১ অপরাহ্ন | জুলাই ২৭, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
আতেজান বেওয়ার বয়স ৭৫ পেরিয়ে ৮০ ছুই-ছুই করছে । এ বয়সেও তার স্বপ্ন পূরন হলনা। জীবনের শেষ মহর্তে এসে নিজ বড়িতে থাকা হয়না । নিজের বসত ভিটায় থাকার মত কোন ঘর নেই। প্রতিবন্ধি সন্তান নিয়ে অন্যের বাড়িতে রাত কাটায় । ১ যুগের বেশি সময় ধরে এ অবস্থা চলছে । এই বৃদ্ধার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার কামনগর সোনার পারা । ১৫ বছর আগে বৃদ্ধার স্বামী জেহের আলি মারা যায় । ৪০ বছর বয়সি মানসিক প্রতিবন্ধি পুত্র মাহবুর কে নিযে, খেয়ে না খেয়ে দিন পার করেন। সাংসারিক অর্থ কষ্ট নিত্য সঙ্গি । কষ্টের মাঝে নিজ বাড়িতে রান্না করেন। রাত হলে অন্যের বাড়িতে ঘুমাতে যান। বিগত দিন গুলোতে বয়স্ক ভাতা,বিধবা ভাতা কোন কিছুই জোটেনি। তার দুঃখ কষ্ট দেখে ঐ গ্রামের অবসর প্রাপ্ত বিজিবি সদস্য আলাঊদ্দিন অনেক চেষ্টার পর বয়স্ক ভাতার কার্ড করে দিয়েছেন । সবে মাত্র ১বার সে কার্ডের টাকা পেয়েছেন। প্রতিবন্ধি ও বৃদ্ধার দৈনিক কোন রোজগার নেই । এই বৃদ্ধ বয়সে হাঁস-মুরগি পালন , দান সাহায্যের উপর তার দিন যাপন। প্রতিবন্ধি সন্তান নিয়ে বৃদ্ধ বয়সে মানসিক অশান্তিতে দিন পার করেন। প্রতিবন্ধি সন্তানকে মাতৃত্বের আদরে আগলে রেখেছেন । বৃদ্ধার মৃত্যর পর কে নিবে এই প্রতিবন্ধির দায়িত্ব ? এই প্রশ্নের মুখোমুখি হয় প্রতিদিন। স্বামীর মৃত্যুর পর থেকে অনেকেই তার জন্য চেষ্টা করেছেন বিধবা ভাতা অথবা বয়স্ক ভাতা কাডের জন্য। অবশেষে ১২ বছর চেষ্টার পর হয়তো মৃত্যুর আগ মহর্তে তার বয়স্ক ভাতার কাড হল। কিন্তু তার সন্তানের প্রতিবন্ধি কাডের জন্য ২০ বছর ধরে চেষ্টা চলছে এখনও হয়নি। সন্তানের জন্য প্রতিবন্ধি কার্ড তাদের বসবাসের জন্য একটি ঘড় মৃর্ত্যর আগে হয়ে গেলে জিবনের শেষ ইচছাটা পূরন হত। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, বৃদ্ধার ব্যাপারে সাংবাদিকের নিকট থেকে জেনেছেন এবং ঘরের ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

দেখা হয়েছে: 166
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪