|

আটোয়ারী থানা পুলিশের রাতভর মাদক বিরোধী অভিযানে আটক-৭

প্রকাশিতঃ ৮:২৩ অপরাহ্ন | ডিসেম্বর ৩১, ২০২০

আটোয়ারী থানা পুলিশের রাতভর মাদক বিরোধী অভিযানে আটক-৭

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের মাদক বিরোধী রাতভর অভিযান চালিয়ে মাদক সহ ৪জন এবং সন্দেহমুলক ৩ জন সহ মোট ৭জনকে আটক করতে সক্ষম হয়েছে।

থানা সুত্রে জানা গেছে, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর নির্দেশনা মোতাবেক আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে এএসআই মোকারম, এএসআই ফরহাদ, এএসআই আব্দুল মালেক সহ পুলিশের একটি চৌকশ দল বুধবার ( ৩০ ডিসেম্বর )রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় উপজেলার তোড়িয়া ইউনিয়নের সুখাতি গ্রামের জয়নালের পুত্র মোঃ জসিম উদ্দীন (জাম্বু) কে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ২৫ বোতল ফেনসিডিল সহ সুখাতি রাস্তায় আটক করা হয়।

অপরদিকে রাধানগর ইউনিয়নের প্রধানপাড়া সংলগ্ন উত্তর রাস্তায় ঠাকুরগাঁও সদর উপজেলার দারাজগাঁও গ্রামের সবুর খাঁনের পুত্র মোঃ সৌরভ খাঁন(১৯),মোঃ রেজাউল খাঁনের পুত্র মোঃ তৌরাত খাঁন (১৯) ও মজিবর রহমানের পুত্র মোঃ তুহিন ইসলাম(২৩)কে ৪ বোতল ফেনসিডিল সহ আটক করা হয় এবং রাত প্রায় সাড়ে ৩টার দিকে ফকিরগঞ্জ বাজারে ১২৫ সিসি রেজিস্ট্রেশন বিহীন একটি সুজুকি মটর সাইকেল নিয়ে অপরিচিত ৩ যবককে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আটক করে থানায় নিয়ে আসা হয়।

অপরিচিত আটক যুবকরা হলো বোচাগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোঃ আব্দুল বারেকের পুত্র মোঃ ইমন(২১), একই গ্রামের মোঃ দুলালের পুত্র মোঃ তানজিমুল ইসলাম ও একই উপজেলার করিয়ালপুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের পুত্র মোঃ রেজাউল করিম(৩১)।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ৪জনকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে এবং ৩জনকে সন্দেহভাজন হিসেবে আটক দেখিয়ে আটোয়ারী থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

অফিসার ইনচার্জ বলেন, পুলিশ সুপারের নির্দেশনা মতে মাদক বিরোধী অভিযান রাতদিন ২৪ ঘন্টা অব্যাহত থাকবে। মাদক নিয়ে যতবড় প্রভাবশালীরা ধরা পড়ুক কাউকে ছাড় দেয়া হবে না এবং কোন প্রভাবশালীর সুপারিশ গ্রহনযোগ্য হবে না।

দেখা হয়েছে: 429
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪