|

কাজ বন্ধ থাকা সত্ত্বেও পূর্বধলায় রাতের আধারে চলছে ভবন নির্মাণ কাজ

প্রকাশিতঃ ৫:৩২ অপরাহ্ন | মার্চ ২৮, ২০২০

কাজ বন্ধ থাকা সত্ত্বেও পূর্বধলায় রাতের আধারে চলছে ভবন নির্মাণ কাজ

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধিঃ সারাবিশ্ব যখন নোভেল করোনা ভাইরাস আতঙ্কে সেই সময় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা ব্যতীরেকে রাতের আধারে নেত্রকোণার পূর্বধলা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে প্রধান শিক্ষক সুদীপ চন্দ্র সরকার।

উল্লেখ্য, ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা ভবন তৈরীতে ব্যয় হচ্ছে প্রায় ৮৫ লাখ টাকা। মাহাদী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ স্কুলের ভবন নির্মাণের কার্যাদেশ পায়। কিন্তু উক্ত ভবন নির্মাণ কাজে বিভিন্ন প্রকার অনিয়ম দেখা দিলে সংবাদ প্রকাশের পর জেলা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. সামিউল কাজটি বন্ধ করার নির্দেশ দেন।

বিশেষ সূত্রে খবর পেয়ে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ চন্দ্র সরকার নিজেই শ্রমিক বেশে ৬/৭ জন শ্রমিক নিয়ে গায়ের জোরে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। গতকাল শুক্রবার সকালে তারাহুরু করে কাজের চিত্র মুচে দেওয়ার চেষ্টা করে।

এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী শিক্ষা অধিদপ্তর নেত্রকোণা এসএম শাফিনুল হাসান কে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বর্তমান করোনা বিপর্যস্থ সময়ে সারা দেশে কাজকর্ম বন্ধ। প্রধান শিক্ষক কিভাবে কাজ চালিয়ে যায় অফিস খোলা হলে বিষয়টি আমি খতিয়ে দেখছি। তদন্তের পর অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেখা হয়েছে: 312
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪