|

র‌্যাবের হাতে গণধর্ষণ ও হত্যার পৃথক ঘটনায় আটক ৭

প্রকাশিতঃ ৮:২৯ অপরাহ্ন | মার্চ ০৩, ২০২১

র‌্যাবের হাতে গণধর্ষণ ও হত্যার পৃথক ঘটনায় আটক ৭

এম এ আজিজ, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের র‌্যাবের অভিযানে ধর্ষণ ও হত্যার অভিযোগে পৃথক ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের নামে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। এছাড়া হত্যাকান্ডে জড়িত দুইজনকে মুক্তাগাছা থানায় পাঠানো হয়েছে।

র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মোঃ ফজলে রাব্বি জানান, ময়মনসিংহ সদরের রূপাখালী এলাকার এক কিশোরীকে পুর্ব পরিচয়ের সুবাধে গত ২৬ জানুয়ারী রাতে ডেকে নিয়ে এবং পরে জোর পুর্বক তুলে নিয়ে গণধর্ষণ করে। ধর্ষকচক্রটি একই সাথে ধর্ষণের ভিডিও ধারণ করে নানাভাবে ভয়ভীতি ও ভিডিওি ভাইরাল করার হুমকি দেয়। নির্যাতিতা পরিবারটি মান সম্মানের ভয়ে কোন আইনী ব্যবস্থা বা মামলা করেনি। গত কয়েকদিন আগে ধর্ষকচক্রটি ধর্ষণের ভিডিও বেশ কয়েকজনের কাছে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় নির্যাতিতার পিতা র‌্যাব ময়মনসিংহের অভিযোগ করেন। তিনি আরো জানান, অভিযোগ পেয়ে তা (র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মোঃ ফজলে রাব্বি) নেতৃত্বে জেলা সদরের রুপাখালী এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক ও ধর্ষণে সহায়তার ঘটনায় ৫জনকে আটক করে।

আটককৃতরা হলো, নাছিম আহম্মেদ ওরফে রিপন, আশিক আকন্দ, লিওন আকন্দ (২০),পিতা-মোঃ হানিফ আকন্দ, মোঃ খোকন ও মোঃ ছমিন। এ সময় তাদের কাছ থেকে সিপিইউ- একটি, এলইডি মনিটর, মেমোরী কার্ড ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে।

র‌্যাবের হাতে গণধর্ষণ ও হত্যার পৃথক ঘটনায় আটক ৭

অপরদিকের ময়মনসিংহের মুক্তাগাছার পাড়াটুঙ্গী মসজিদের পাশে ৬ বছরের শিশু সূচী হত্যাকান্ডে জড়িত দুই ঘাতককে জামালপুর থেকে বুধবার আটক করে। আটককৃতরা হলো, জিয়ার উদ্দিন ও জোবেদা বেগম। তাদের বাড়ি জামালপুর সদরের আড়ালিয়া গ্রামে। এর আগে হত্যাকান্ডে জড়িত ঘাতক মা চম্পা বেগম ওরফে রুমাকে গাইবান্ধা থেকে সোমবার গ্রেফতার করে ময়মনসিংহ ডিবি পুলিশ। রুমা হত্যার দায় স্বিকার করে আদালতে জবানবন্ধি দিয়েছে। তার বাড়ি জামালপুরের আড়ালিয়া গ্রামে।

উল্লেখ্য ৬ বছরের শিশু কন্যা সুচী তার বাবার সাথে থাকার ইচ্ছা করায় তাকে হত্যা করে ঘাতক মা চম্পা ওরফে রুমা। পরে নিহত সুচীর লাশ মুক্তাগাছায় ফেলে পালিয়ে যায় ঘাতকচক্র। পরদিন লাশের পরিচয় সনাক্ত হলে নিহতের পিতা জামালপুরের চিথলিয়া গ্রামের সাইফুল ইসলাম মুক্তাগাছা থানায় মামলা নং-২০, তারিখ-২৭/০২/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ দায়ের করে।

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উৎঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনতে জীববাজি রেখে কাজ করছে। সেআই সাথে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করছে বলেও র‌্যাবের এই কর্মকর্তা দাবি করেন।

দেখা হয়েছে: 293
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪