|

লক্ষ্মীপুরে ‘ইভিএমে’ চলছে রামগতি পৌরসভা নির্বাচন

প্রকাশিতঃ ৩:০২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৪, ২০২১

লক্ষ্মীপুরে 'ইভিএমে' চলছে রামগতি পৌরসভা নির্বাচন

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এখানে ২০ হাজার ৯০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, ভোটগ্রহণ চলছে চর ডাক্তার আশ্রয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এ কেন্দ্রে মোট ১ হাজার ৮১০ জন ভোটার রয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচনী এলাকায় ১ প্লাটুন বিজিবি, ৭০ জন পুলিশ সদস্য, ৯০ জন আনসারসহ গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের বিশেষ টিম নিরাপত্তায় থাকবে। একই সঙ্গে ৫টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহলে থাকবে। ভোটকেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্ববধায়নে আইন-শৃৃৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, রোববার (১৪ ফেব্রুয়ারি) রামগতি পৌরসভা মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন। মেয়র পদে নৌকা প্রতিকে মেজবাহ উদ্দিন মেজু, ধানের শীষে সাহেদ আলী পটুসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত ও সাধারণ আসনে ৪৯ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ টি ওয়ার্ডের ১০ কেন্দ্রে এবার ২০ হাজার ৯০৫ জন ভোটার তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করবেন।

সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে নারী পুরুষ ভোটাররা ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আমরা সকল প্রস্তুতি নিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (প্রশাসন) ড. এএইচএম কামরুজ্জান বলেন, উৎসাহ ও সুষ্ঠু ভাবে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোটার অত্যান্ত উৎসাহের সাথে ভোটাধিকার প্রয়োগ করছে। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পাদনের জন্য জেলা পুলিশ সকল ধরনের আয়োজন সম্পন্ন করেছে।

দেখা হয়েছে: 352
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪