|

লক্ষ্মীপুরে কোরআনে হাফেজদের মাঝে পাগড়ী প্রদান

প্রকাশিতঃ ৭:১৮ অপরাহ্ন | ডিসেম্বর ১১, ২০১৯

লক্ষ্মীপুরে কোরআনে হাফেজদের মাঝে পাগড়ী বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে মুহিউস সুন্নাহ্ জালালিয়া মাদরাসার ৩৪ জন পবিত্র কোরআনে হাফেজের মাঝে পাগড়ী প্রদান করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে চকবাজার মসজিদ মার্কেটে মাদরাসা মিলনায়তনে আলোচনা সভায় হাফেজদের পাগড়ী পড়িয়ে দেন অতিথিরা।

এসময় ওই প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদরাসার সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাওমী মাদরাসা বোর্ডের প্রধান প্রশিক্ষক শিব্বির আহমদ।

প্রতিষ্ঠানের পরিচালক মো. আমির হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ হারুন আল মাদানী, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ নেছার উদ্দিন, চকবাজার জামে মসজিদের খতিব মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, চরমটুয়া মাদরাসার অধ্যক্ষ আবু তাহের ও মুহাদ্দিস মহিউদ্দিন মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, পবিত্র কোরআন আল্লাহর বাণী। প্রত্যেক মুসলমানকেই কোরআন শিখতে হবে। নামাজ পড়তে হবে। কোরআনের দেখানো পথে চলতে হবে।

প্রসঙ্গত, মাদরাসাটির দুইটি শাখা রয়েছে। এরমধ্যে প্রথম শাখায় ২০ জন ও দ্বিতীয় শাখায় ১৪ জন ছাত্র পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন।

দেখা হয়েছে: 1313
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪