|

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন ৩৩ সাংবাদিক

প্রকাশিতঃ ৫:৪৬ অপরাহ্ন | অক্টোবর ২৮, ২০২০

স্টাফ রিপোর্টার: করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে লক্ষ্মীপুরে ৩৩ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মাঝে ৩ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আশফাকুর রহমান মামুন ও জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তারা বলেন, করোনাকালীন ঝুঁকি নিয়ে গণমাধ্যমকর্মীরা নিরলসভাবে কাজ করে গেছেন। তাদের মাধ্যমে জনগণ করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষার কৌশলগুলো জেনেছেন। করোনার শুরু থেকেই গণমাধ্যমকর্মীরা সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন। এসময় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশে দাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আর্থিক সহায়তা প্রশংসনীয়।

দেখা হয়েছে: 299
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪