|

লক্ষ্মীপুরে প্রবাসীর কৃষি খামারে লুটপাট ও ভাঙচুর

প্রকাশিতঃ ৪:৩৬ অপরাহ্ন | ডিসেম্বর ০৯, ২০২১

লক্ষ্মীপুরে প্রবাসীর কৃষি খামারে লুটপাট ও ভাঙচুর

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে প্রবাসী আব্দুল রেজ্জাকের কৃষি খামার লুটপাট ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত-রাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধার-মানিক গ্রামে গুচ্ছ-গ্রামের পাশে এ লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ভুক্তভোগী আব্দুল রেজ্জাকের।

প্রবাসী আব্দুল রেজ্জাক পার্শ্ববর্তী ভবানীগঞ্জ ইউনিয়নের মৃত আব্দুল মতলবের ছোট ছেলে।

জানা গেছে, তিনি দুই বছর পূর্বে মালেশিয়া থেকে দেশে ফিরে আন্ধার-মানিক গ্রামে ৩ একর ফসলী জমি স্থানীয় আলী আহম্মদ নামে এক ব্যক্তির কাছ থেকে খরিদ করেন। বর্তমানে এ জমিতে ধান,মাছ ও শীতকালীন শাক-সবজি চাষাবাদ করেন আব্দুল রেজ্জাক।

সম্প্রতি তার খামার থেকে রাতের অন্ধকারে দস্যু’রা পাকা-ধান কেটে লুট করার সময় পুলিশ অভিযান পরিচালনা করে। কাউকে আটক করতে পারেনি। তবে একটি ট্র্যক্টর জব্দ করা হয় সেইদিন। গতরাতে একই কায়দায় কৃষি খামারের দোচালা টিন-সেট ঘরটি ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়।

গত সোমবার ( ৬ ডিসেম্বর) দুপুরে ৬ ব্যক্তির নাগ উল্লেখ্য করে সদর মডেল থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, লেখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তধীন রয়েছে।

দেখা হয়েছে: 143
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪