|

লক্ষ্মীপুরে রাজমিস্ত্রিকে বেদম মারধর

প্রকাশিতঃ ১২:৩১ পূর্বাহ্ন | জুলাই ১৫, ২০২১

লক্ষ্মীপুরে রাজমিস্ত্রিকে বেদম মারধর

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে মোঃ রবিন হোসেন (২৮) নামে এক রাজমিস্ত্রিকে বেদম মারধর করার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী মোঃ সোহাগ ও হৃদয় হোসেনের বিরুদ্ধে। তারা এলাকাতে চিহ্নিত মাদকসেবী।

বুধবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভা’র সমসেরাবাদ জো-দীঘি পাড় চিতা-খোলার ভিতরে রবিনকে ডেডে নিয়ে বেদম মারধার করে সোহাগ ও হৃদয় এমনটা জানালেন রবিনের ছোট-বোন ঝর্না আক্তার।

খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ জেলা সদর হাসপাতালে আহত রাজমিস্ত্রি রবিনকে দেখতে যান।

রবিন সমসেরাবাদ গ্রামের লাতু কাজী বাড়ীর মৃত মোঃ কামাল হোসেনের বড়-ছেলে।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সমসেরাবাদ এলাকার (ডিশ-লাইন) ক্যাবল ব্যবসায়ী রতনের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। চুরি হওয়া মোটরসাইকেলটি সোহাগ ও হৃদয়ের ইন্ধন রয়েছে। এমনটা তথ্য ক্যাবলা ব্যবসায়ী রতনকে নিশ্চিত করেন রাজমিস্ত্রি রবিন। ওই-থেকে অভিযুক্ত সোহাগ ও হৃদয় রাজমিস্ত্রি রবিনের ওপর ক্ষিপ্ত হয়।

রাত সাড়ে ৯টার দিকে শহরের দক্ষিণ কালিবাড়ী থেকে রবিন একা বাড়ী ফেরার পথে তার গতিরোধ করে সোহাগ ও হৃদয় হিন্দু সম্প্রদায় চিতা-খোলার ভিতরে এনিয়ে বেদম মারধর করে। এতে রবিন গুরুত্বর আহত হয়। পরে তার কান্নার আওয়াজ শুনু এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতাকে ভর্তি করে।

রবিনের ছোট-বোন ঝর্না আক্তার এ প্রতিবেদককে কান্না জনিত কন্ঠে হাসপাতালে জানান, এপর্যন্ত তার ভাই রবিনকে ৩ বার হামলা করেছে সোহাগ ও হৃদয়। তার বাবা নেই, মা সৌদিআরব থাকেন। বড়ই অসহায় অবস্থা তারা মানবেতর দিনযাপন করে। কেউ তাদের পাশে নেই। বারবার তার ভাইর ওপর হামলা হয় একটি বারও বিচার পাচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করে ছোট-বোন ঝর্না আক্তার।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য নিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেখা হয়েছে: 193
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪