|

লক্ষ্মীপুরে সংবাদকর্মীর পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৬

প্রকাশিতঃ ৯:২৭ অপরাহ্ন | মার্চ ২২, ২০২২

লক্ষ্মীপুরে সংবাদকর্মীর পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৬

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে তরুণ সংবাদকর্মী ফরহাদ হোসেন (৩০) ও তার বাবা-মা, ভাই-বোনকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তারা সবাই সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রায়পুর থানা পুলিশ।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে রায়পুর উপজেলার ভাবনী ইউনিয়নের মধ্যে সাগরদি গ্রামের মাঝি বাড়িতে এ হামলার শিকার হন সংবাদকর্মী ফরহাদ ও তার সপরিবার।

আহত সংবাদকর্মী ফরহাদ “শীর্ষ সংবাদ” ডটকমের লক্ষ্মীপুর প্রতিনিধি, এর আগে তিনি রাইজিং বিডি লক্ষ্মীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল।

হাসপাতালে চিকিৎসাধীন সংবাদকর্মী ফরহাদ হোসেন জানান, তাদের পুরাতন টিন সেট ঘর ভেঙে নতুন করে বিল্ডিং করতে গেলে। তাদের প্রতিবেশী শাহ্ আলম ও কালু বাঁধা দেয়। তাদের সম্পত্তি দাবি করে।

এনিয়ে একাধিকবার বৈঠক হয়েছে। সর্বশেষ (আজ) মঙ্গলবার একটি শালিসি বৈঠক চলাকালে। শাহ আলম ও কালু পরিকল্পিতভাবে বাহির থেকে ভাড়াটিয়া লোকজন নিয়ে বাড়ীতে অবস্থান করে। হঠাৎ দুপুর ২টার দিকে হামলাকারী চক্র সংবাদকর্মী ফরহাদকে টার্গেট করে হামলা করে।

এসময় ফরহাদকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে বেদম হামলার শিকার হয় ফরহাদের বাবা নূর নবী, মা খাদিজা আক্তার, ছোট ভাই মাহি, ছোট বোন ফারহানা আক্তার, রিমা ও তাহিমা আক্তার বিনা। তারা সবাই সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, খবর পেয়ে সাথে-সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে হামলাকারী কাউকে পায়নি। লেখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেখা হয়েছে: 127
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪